বিএসএফএর গুলিতে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশী নাগরিকের। সোমবার গভীর রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বড়রা সীমান্তে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম, নুর ইসলাম(৩৫) এবং শেখ মুক্তার(২৫)। দুজনেই অনুপ্রবেশকারী বলে বিএসএফ দাবি করেছে। দুজনের বাড়িই বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকায় বলে পুলিশ জানতে পেরেছে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে ৫০ জনের একটি দুষ্কৃতীদল বড়রা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে গরু পাচার করার সময় তাদের আটকানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা পাল্টা হামলা করে। জওয়ানদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র লঠ করে, জওয়ানদের বেঁধে নিয়ে সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল পাচারকারীরা। জওয়ানদের রক্ষা করতেই গুলি চালানো হয় বলে বিএসএফ জানিয়েছে। বিএসএফ সূত্রে খবর, দুষ্কৃতীদের আক্রমণে এক বিএসএফ জাওয়ানও আহত হয়েছেন, তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি গরু উদ্ধার করা হলেও বাকি গরু নিয়ে বাংলাদেশের দিকে পাচারকারীরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। বিএসএফএর ডিআইজি বিএস রানা বলেন, “এলাকাতে এদিন বড় একটি পাচারকারীর দল সীমান্ত দিয়ে গরু পাচার করার সময়ে আমাদের জওয়ানেরা বাধা দেয়। তারা আমাদের জওয়ানদের উপর হামলা চালিয়ে তাদের হাতিয়ার কেড়ে নেয় ও বাংলাদেশের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। বাধ্য হয়ে আমাদের এক জওয়ান তাদের লক্ষ করে গুলি চালালে দুই জনের মৃত্যু হয়েছে।” ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশী পাচারকারীর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।”
|
প্রেমে প্রত্যাখাত হয়ে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের এক যুবকের বিরুদ্ধে। গত সোমবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার নিউ কোচবিহার লাগোয়া বাইশগুড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। ছাত্রীর ব্যাগ, সাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। রাতেই পুলিশ আলিপুরদুয়ারের ঘাঘরা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় পেশায় বাঁশের ব্যবসায়ী শিবা রায় নামের যুবককে। ছাত্রীর পরিবারের তরফে প্রথমে নিখোঁজ ডায়েরি করা হয়। মঙ্গলবার ওই ছাত্রীর পরিবারের লোকজন অপহরণ, ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করতে থানায় যান। তবে পুলিশ অভিযোগ জমা নেয়নি বলে অভিযোগ। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “মিসিং ডায়েরি পাওয়ার পর ছাত্রীটিকে উদ্ধার করা হয়েছে।” অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ নেওয়া নিয়ে গড়িমসির অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপারের দাবি, “মেয়েটি স্বেচ্ছায় গিয়েছিলেন বলে জানিয়েছেন। তবে তার পরিবার কেন ওই অভিযোগ করতে চাইছে তা দেখা হবে।”
|
সোমবার গভীর রাতে বালুরঘাটের কলেজ মোড়ে আরএসপি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। নথিপত্র তচনচ করে টিভিসেট ভাঙচুর করা হয়েছে বলে দলের তরফে মঙ্গলবার বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, শহরের ৩ নম্বর লোকাল কমিটির দফতরে জনাকয়েক ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দলের তরফে একটি ধিক্কার মিছিলও করা হয়। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় বলেন, “তদন্ত শুরু হয়েছে। দোষীদের খুঁজে বের করা হবে।” দলের জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী বলেন, “আমরা এখনই কিছু বলছি না। পুলিশ দোষীদের আগে খুঁজে বের করুক। তবে শান্ত শহরকে যারা অশান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।”
|
সোমবার রাতে ইসলামপুর থানার গোবিন্দপুর পঞ্চায়েত অফিসের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে অফিস খুলতে গিয়ে এলাকার পঞ্চায়েতের কর্মীরা দরজার তালা ভাঙা দেখে থানায় খবর দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত দফতরে থাকা কিছু কম্পিউটার সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। ইসলামপুরের বিডিও স্মৃতা সুব্বা বলেন, “পঞ্চায়েত দফতরের কম্পিউটারের সরঞ্জাম চুরি হয়েছে। বিষয়টি পুলিশকে তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে।” ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। |