উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতালের নিজস্ব তিন তলা ভবন তৈরির কাজ শেষ হয়েছে। আগামী ২৮ জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করার কথা রয়েছে। এই অবস্থায়, ডেন্টাল কলেজের কাজ বাম আমলে করা হয়েছে বলে বিতর্ক উসকে দিলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য তথা পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি। অশোকবাবু বলেন, “ডেন্টাল কলেজের ওই প্রকল্পের কাজ বাম আমলের। সে সময় সেটির অধিকাংশ কাজ করা হয়। নতুন সরকার শুধু সেটির উদ্বোধন করবে। বর্তমান সরকার বাম আমলের উন্নয়নকে নিজেদের বলে চালিয়ে দিতে চাইছেন, তা মানা যায় না।”
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “হতাশা থেকে অশোকবাবু হাস্যকর মন্তব্য করছেন। তাঁর কিছুদিন বিশ্রাম নেওয়া প্রয়োজন। তার কথা উপেক্ষা করতে চাইছি। আমাদের সরকার মেডিক্যাল কলেজের জন্য আট কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে সাড়ে তিন কোটি টাকায় ডেন্টাল কলেজের নিজস্ব ভবন তৈরি করা হয়েছে। হস্টেল করা হয়েছে। এর আগে বাসিন্দারা জানতেন না সেটি এটি আলাদা ডেন্টাল কলেজ ও হাসপাতাল। এবারে তা করা হয়েছে। রাজ্যের তৃতীয় ডেন্টাল কলেজ ও হাসপাতাল হিসেবে তা তৈরির করার চেষ্টা হচ্ছে।” মন্ত্রী জানান, নতুন সরকার আসার পর মেডিক্যাল কলেজে শিশুদের জন্য একটি ক্রিটিক্যাল কেয়ার সেন্টার, শিশুদের জন্য আধুনিক মানের ওয়ার্ড, কেমোথেরাপি চালু করা হয়েছে। নিউরো সার্জারি বিভাগে অপারেশনের কাজ শুরু হয়েছে। প্রসূতিদের ওয়ার্ড বাড়ানো হয়েছে। সরকারি উদ্যোগে একটি ওষুধের দোকান চালু করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ট্রমা সেন্টার চালু করা হবেও বলে তিনি জানান। গত ৩৪ বছরে ওই কাজগুলি কেন হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
অশোকবাবু এ দিন দাবি করেন, একমাত্র ওষুধের দোকানটি ছাড়া সবকয়টি প্রকল্প বাম আমলের। সেগুলির কাজ সে সময়ই শুরু করা হয়। তিনি বলেন, “নির্বাচন শুরু হয়ে যাওয়ায় কয়েকটি প্রকল্পের আমরা উদ্বোধন করতে পারিনি। সেগুলির কাজ এক রকম শেষ হয়ে গিয়েছিল। নতুন সরকার সেগুলি উদ্বোধন করে নিজেদের কৃতিত্ব দাবি করছে এটা হাস্যকর।” শিলিগুড়ি মহকুমার গ্রামীণ হাসপাতালগুলির বেহাল দশা বলেও অভিযোগ করেন তিনি। পাহাড়ের হাসপাতালগুলিরও উন্নতি দাবি করেন। |