ডুয়ার্স উসবের প্রস্তুতি শুরু হল আলিপুরদুয়ারে। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আলিপুরদুয়ার প্যারেডে গ্রাউন্ডে খুঁটি পুজো করে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১ ফ্রেবুয়ারি থেকে ১০ ফ্রেবুয়ারি পর্যন্ত ডুয়ার্স উৎসব চলবে।
নবম ডুয়ার্স উসবের সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “অন্যান বছরের মত শিশু, লোক সংস্কৃতি ও মূল মঞ্চ থাকবে উৎসব প্রাঙ্গনে। তবে এবছর মূল মঞ্চে অন্যবারের তুলনায় শিশু শিল্পী স্থানীয় জনজাতি ও স্থানীয় শিল্পীদের বেশী করে তুলে ধরার চেষ্টা করা হবে। অনান্যবারের মত এবছরও উৎসব প্রাঙ্গন থেকে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পর্যটকদের ঘোরার ব্যবস্থা থাকবে। পুরসভার তরফেই ডুয়ার্স উৎসব উপলক্ষে প্যারেড গ্রাউন্ড চত্বরকে সাজানো হবে। কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে প্যারেড গ্রাউন্ডে উচু বাতি স্তম্ভ লাগানোর চেষ্টা করা হবে।” পুরসভা জানিয়েছে প্যারেড গ্রাউন্ডের ভেঙ্গে পড়া বসার শেড সংস্কার করে রং করা হবে।
প্রস্তুতির শুরুতে বির্তকও তৈরি হয়েছে ডুয়ার্স উৎসব নিয়ে। উৎসবের বিষয়ে তাঁকে কিছু জানানও হয়নি হলে অভিযোগ করেছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক নির্মল দাস। তিনি বলেন, “উৎসবের মূল উদ্দেশ্য ছিল ডুয়ার্সের সংস্কৃতি ও পর্যটনের বিকাশ। প্রতিবছর শুধু মঞ্চে পর্যটন নিয়ে আলোচনাই হয় অথচ বাস্তবে পর্যটন সংক্রান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। আশা করি উৎসব কমিটি রাজনীতির উর্দ্ধে উঠে পর্যটনকে গুরুত্ব দেবে।”
আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক অমল দত্ত বলেন, “প্রতিবছর ডুয়ার্স উৎসব চলাকালীন পুলিশের সামনে গভীর রাত পর্যন্ত তীব্র শব্দে মঞ্চের সংস্কৃতিক অনুষ্ঠান চলে। এতে শব্দ দূষন ছড়ায়। তাছাড়া উৎসবের শেষে প্যারেড গ্রাউন্ডে নানা ধরণের আবর্জনায় মাঠ ভরে যায়। যা সময়মত পরিস্কার না করাতেও দূষণ ছড়ায়। এই বিষয়গুলিতেও নজর দেওয়া প্রয়োজন।” |