বিপুল ভক্তসমাগমে পালিত কল্পতরু উৎসব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভোর থেকেই শুরু হয়েছিল ভিড়। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে তা আরও বেড়েছে। মঙ্গলবার সারাদিন এমনই ছিল দক্ষিণেশ্বর ও কাশীপুরের চিত্র। প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের সমাগমের মধ্য দিয়ে দু’জায়গাতেই মহাসমারোহে পালিত হল কল্পতরু উৎসব। ভিড় সামাল দিতে দু’টি জায়গাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছিল ব্যারাকপুর ও কলকাতা পুলিশ।
ভোরের আলো ফোটার আগেই দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটীর গেটের সামনে দর্শনার্থী ও ভক্তদের ভিড় জমতে শুরু করে। গেট খোলার পরে তা আরও বাড়তে থাকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও কলকাতা পুলিশ সূত্রের খবর, বিকেল ৪টের সময়ে দক্ষিণেশ্বর মন্দিরে প্রায় ১০ লক্ষ লোকের ভিড় ছিল। কাশীপুর উদ্যানবাটীতেও ভক্তের সংখ্যা ছিল ভালই। রাতে তা পৌঁছয় ২ লক্ষে। |
এ দিন সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটীতে ঢোকার জন্য মানুষের লম্বা লাইন এক দিকে সিঁথির মোড় থেকে অন্য দিকে চিড়িয়ামোড় পর্যন্ত ছিল। ভোর সাড়ে ৪টেয় মঙ্গলারতি দিয়ে উৎসবের সূচনা হয়। এর পরে চলে শ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা ও হোম। পাশাপাশি, সকাল থেকে রাত পর্যন্ত উদ্যানবাটী প্রাঙ্গণে ভক্তিগীতি, ভজন, ধর্মসভা, নাচ, গান অনুষ্ঠিত হয়। কাশীপুর উদ্যানবাটীর তরফে জানানো হয়েছে, ৩ জানুয়ারি বিকেল পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার জন্য মঙ্গলবার লাইন চলে গিয়েছিল এক দিকে বালি ব্রিজ পেরিয়ে উত্তরপাড়া ও অন্য দিকে আদ্যাপীঠ পর্যন্ত। মন্দির চত্বরেও বাঁশের ব্যারিকেডে কয়েক পাক ঘুরে তবেই পৌঁছনো গিয়েছে কালীমন্দিরে। শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে, গঙ্গার ধারে, পঞ্চবটীতেও ছিল অসংখ্য মানুষের ভিড়। ভোর ৪টেয় মঙ্গলারতি দিয়ে শুরু হয় পুজো। সকাল ১০টা-১২টা পর্যন্ত চলে চণ্ডীপাঠ, বিশেষ পূজা, ভক্তিগীতি ও গীতি আলেখ্য। |