দক্ষিণবঙ্গের শীত-ভাগ্যে আবার উচ্চচাপের মেঘ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বছর বদলালেও ছবিটা প্রায় এক রকম। গত বছরের মতো এ বারেও জানুয়ারির গোড়াতেই ফের ধাক্কা খেল উত্তুরে হাওয়া। এবং ধাক্কাটা দিয়েছে সেই উচ্চচাপ। ফলে শীতের ভরা মরসুমে ফের তাপমাত্রা বাড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিও হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।
২০১১ সালের বর্ষশেষেও উচ্চচাপের প্রভাবে দাপট হারিয়ে ফেলেছিল শীত। সে-বার বছরের শেষ দিনে তাপমাত্রার ঊর্ধ্বগতি আগেকার দশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল। সেটা ছিল এক দশকের উষ্ণতম ৩১ ডিসেম্বর। ২০১২-র ১ জানুয়ারিও ছিল এক দশকের উষ্ণতম নববর্ষ। এ বার ততটা না-হলেও উত্তুরে হাওয়ার গতিপ্রকৃতি অনেকটা একই রকম। এবং মূলে আছে উচ্চচাপ। আবহবিদেরা বলছেন, এর আগের বারেও কাশ্মীর থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে আসায় বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হয়েছিল। তার প্রভাবে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে ঢুকে পড়েছিল মেঘ। এ বারেও সেই খেল্ দেখাচ্ছে উচ্চচাপ।
আবহাওয়া দফতর সূত্রের খবর, সম্প্রতি কাশ্মীর থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এসেছে। তার জেরে পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হয়েছে একটি উচ্চচাপ বলয়। সেই উচ্চচাপই প্রচুর মেঘ ঢোকাবে দক্ষিণবঙ্গের আকাশে। আগামী কয়েক দিনে কলকাতা এবং সংলগ্ন এলাকার তাপমাত্রা বাড়তে বাড়তে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। চলতি সময়ে এটাই স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, “মেঘ ঢুকে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় পুরুলিয়া-সহ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। রাজ্যের বিভিন্ন এলাকায় কুয়াশা হবে।”
উচ্চচাপ এ বার বারেবারেই শীতের রাস্তায় কাঁটা ছড়াচ্ছে। মরসুমের শুরু থেকে শীতের ব্যাটে রান উঠছিল। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তৈরি উচ্চচাপ তাতে বাদ সাধে। বড়দিনের আগে আবার শীত দাপট দেখাতে শুরু করেছিল দক্ষিণবঙ্গে। গত বৃহস্পতিবার তো কলকাতা বাদ দিয়ে গোটা দক্ষিণবঙ্গ একসঙ্গে শৈত্যপ্রবাহের কবলে পড়ে যায়। কিন্তু শনিবার থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা উচ্চচাপের জন্যই।
আবহবিদেরা বলছেন, শীতের মরসুমে এমন পরিস্থিতি অস্বাভাবিক নয়। পশ্চিমী ঝঞ্ঝা সমতলে নেমে আসার পরে পূর্ব দিকে সরে আসতে থাকলে পশ্চিমবঙ্গের শীতের উপরে তার এমন প্রভাব পড়ে।
কত দিন চলবে এমন পরিস্থিতি?
আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন, শীতের ভাগ্য এখন উচ্চচাপ বলয়ের শক্তির উপরে নির্ভর করছে। উচ্চচাপ বলয়টি কত দিন শীতের সামনে প্রাচীর তুলে দাঁড়িয়ে থাকবে সেই ব্যাপারে কোনও পূর্বাভাস দিতে পারেননি তাঁরা। তবে দিল্লির মৌসম ভবন এ দিন জানিয়েছে, একটি ঝঞ্ঝা সমতলে নেমে আসার পরে কাশ্মীরে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা চলে এসেছে। কাল, বৃহস্পতিবার হাজির হতে পারে তৃতীয় ঝঞ্ঝা। ওই দ্বিতীয় ও তৃতীয় পশ্চিমী ঝঞ্ঝার কোনও একটি ফের পূর্ব দিকে সরে এলে শীত আরও কোণঠাসা হয়ে পড়তে পারে। |