পরিকল্পনা করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ঝালদার হুসেনডির তরুণকে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন নিহতের বাবা। সোমবার ঝালদার দুয়ারসিনি লাগোয়া জঙ্গল থেকে শেখ রিয়াসত (১৯) নামে ওই তরুণের দেহ মেলে। তাঁর বাবা শেখ জিয়ারতের অভিযোগ, “পড়শি এক তরুণীর সঙ্গে আমার ছেলের সর্ম্পক ছিল। তা মানতে না পারায় ওই তরুণীর পরিবারের লোকেরাই আমার ছেলেকে খুন করেছে।” পুলিশের কাছে তিনি ছ’জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। তাঁদের মধ্যে তরুণীর এক ঘনিষ্ঠ আত্মীয় ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির সদস্য। সুপার সি সুধাকর বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পড়শি এক তরুণীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল। তা নিয়েই ঝামেলা। অপহরণ ও খুনের অভিযোগে তরুণীর আত্মীয় ও পড়শি পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এক জন পলাতক।” |
ঝালদায় প্রতিবাদে মিছিল। নিজস্ব চিত্র। |
পুলিশ জানায়, নিহত তরুণের গলায় গভীর ক্ষত রয়েছে। কানের পাশেও ধারাল অস্ত্রের ক্ষত রয়েছে। নিহতের বাবা জানান, তাঁর ছেলে ঝড়খন্ডের একটি কলেজে পড়াশোনা করত। শুক্রবার সন্ধ্যায় বাড়িতেই সে ছিল। পড়শি দু’জন ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে তাঁর ছেলে নিখোঁজ। থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়। তাঁর অভিযোগ, “ওই তরুণীর পরিবার প্রভাবশালী। ওদের সর্ম্পক মানতে না পারায় ওই তরুণীর পরিবারের লোকেরা আমার ছেলেকে আগে মারধরও করেছিল। এখন বুঝতে পারছি, পরিকল্পনা করেই আমার ছেলেকে ওরা খুন করেছে।” ওই তরুণীর পরিবারের সঙ্গে চেষ্টা করেও কথা বলা যায়নি। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক নরহরি মাহাতো বলেন, “ঘটনাটি একেবারেই পারিবারিক বিষয়। তাই এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।” |