বছরের প্রথম দিনেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিনে দুপুরে ব্যাঙ্ক ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কান্দির বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের জেমো শাখায় দুই সশস্ত্র দুষ্কৃতী ঢুকে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে ব্যাঙ্ক বন্ধ হওয়ার মুখে ঢুকে তারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দু’জন গ্রাহক-সহ মোট চার জনকে কান্টিনের ভিতর ঢুকিয়ে দেয়। মহিলা ক্যাশিয়ারের মাথায় পিস্তল ঠেকিয়ে ক্যাশ কাউন্টারে থাকা টাকা লুঠ করে পালায় ডাকাতেরা। ক্যাশিয়ার অর্পনা ঘোষ বলেন, “দুষ্কৃতীদের দু’জনের মুখই ঢাকা ছিল। তারা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে ধাক্কা মেরে কাউন্টারে নিয়ে যায়। তারপর টাকা পয়সা লুঠ করে চম্পট দেয়।” ঘটনার পরই ওই ব্যাঙ্কে ছুটে যান কান্দির এসডিপিও সন্দীপ মণ্ডল ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্র চক্রবর্তী। আসেন ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার নিখিলেশ মিশ্র। তিনি বলেন, “দুষ্কৃতীরা প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লুঠ করেছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।” অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্র চক্রবর্তী বলেন, “মনে হচ্ছে স্থানীয় দুষ্কৃতীরাই এই ডাকাতির সঙ্গে যুক্ত। ব্যাঙ্কে কোনও সিসিটিভি বা নিরাপত্তারক্ষী ছিল না।” ওই ব্যাঙ্কের এক দিকে কান্দি মহকুমা হাসপাতাল। ঢিলছোড়া দূরত্বে রয়েছে এসডিও-র অফিস। অদূরেই আদালত, পুরসভা।
|
ট্র্যাফিকের নিয়মকানুন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে ১ জানুয়ারি থেকে সাত দিনের পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন করবে জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার পথ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির। ডেপুটি পুলিশ সুপার (ট্র্যাফিক) চন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, “ট্র্যাফিকের বিভিন্ন নিয়মকানুন মেনে গাড়ি চালানোর জন্য সাধারণ মানুষকে সচেতন করা হবে। ট্র্যাফিক পুলিশের সহায়তায় বহরমপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পথে নেমে পথ নিরাপত্তা সপ্তাহ জুড়ে সচেতনতার কাজ করবে। বিলি করা হবে ট্র্যাফিকের বিভিন্ন নিয়মকানুন লেখা লিফলেটও। মাইকে প্রচারও চালানো হবে।” সচেতনতার জন্য জনবহুল ও ব্যস্ততম বহরমপুরের গির্জার মোড়, মোহনা বাসস্ট্যান্ড মোড়, পঞ্চাননতলা, চুঁয়াপুর, গার্লস কলেজের মোড়, তৃতীয় সড়ক মোড় বেছে নেওয়া হয়েছে।
|
নাকাশিপাড়ার যুগপুর হাতিশালা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির ভোটে ৬টি আসনের প্রতিটিতেই জয়ী হয়েছে তৃণমূল। ধর্মদা সুশীলাবালা বালিকা বিদ্যালয়ের ভোটে ৬টি আসনই পেয়েছে সিপিএম। হাতিশালা হাই স্কুলের ভোটে ৬টি আসনেই জিতেছে তৃণমূল। আবার দৈয়েরবাজার বিদ্যামন্দির স্কুলের নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস-তৃণমূলের জোট। এ ছাড়া শান্তিপুরের নগর হাই স্কুল ও কৃষ্ণনগরের যাত্রাপুর রামতনু লাহিড়ি স্মৃতি মন্দিরের নির্বাচনে ৬টি আসনেই জিতেছে তৃণমূল। অন্য দিকে শক্তিনগর হাই স্কুলের নির্বাচনে জয়ী হয়েছে স্থানীয় লোকজনের সংগঠন শক্তিমন্দির।
|
বর্ষশুরুর দিন মারা গেলেন প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক রাধারমণ সাহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বহরমপুরের ফুটবলপ্রেমী মানুষের কাছে তিনি রমনাদা নামে পরিচিত ছিলেন। বহরমপুরের সদর হাসপাতালের কাছে কোতোয়ালি রোডের বাসিন্দা রাধারমণবাবু ৪০-এর দশকে কলকাতার স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের হয়ে খেলতেন। পরে বহরমপুর এফইউসি ক্লাবের প্রশিক্ষকও ছিলেন। |