সংস্কৃতি যেখানে যেমন...

পুরাতত্ত্ব পরিষদ
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের উদ্যোগে গত ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হল ২৯তম ইতিহাস পুরাতত্ত্ব ও লোক সংস্কৃতি সম্মেলন। পরিষদের নিজস্ব সভাগৃহে দ্বিজেন্দ্রলাল রায় মঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী রবীরঞ্জন চট্টোপাধ্যায়। দেওয়া হয় গবেষকদের বিভিন্ন পুরস্কার। প্রথম দিন মূল প্রবন্ধ পাঠ করেন শ্যামল বেরা। তাঁর প্রবন্ধের বিষয় ‘বাংলার লোকনাটক এবং নিমাই সন্ন্যাসের পালা’। দ্বিতীয় দিন মোট ৩৬ জন গবেষক বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ পাঠ করেন। এ বারের সম্মেলন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের জন্মের একশো পঁচিশ বছর স্মরণে উৎসর্গ করা হয়। সম্মেলনে ‘হারাধন ঘটক স্মৃতি পুরস্কার’দেওয়া হয় কৃষ্ণনগর গর্ভমেন্ট কলেজের অধ্যাপক বলাইচন্দ্র দাসকে।

ছাপাখানার গলি
গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হল ‘ছাপাখানার গলি’ পত্রিকা গোষ্ঠীর একাদশতম পাঠচক্র। বহরমপুরে অধ্যাপক সুশান্ত চট্টোপাধ্যায়ের বাড়িতে ওই অনুষ্ঠান হয়। শিব খেরের বই ‘তুমিও জিতবে’ নিয়ে আলোচনা করেন সৌরভ হোসেন, অরুনেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা জীবনী গ্রন্থ ‘রথীন্দ্রনাথ ঠাকুর’-এর উপর আলোচনা করেন নারায়ণ সরকার। বাংলাদেশের অধ্যাপক আবু তাহের মজুমদারের লেখা ‘উইলিয়াম জোন্সের জীবন ও সাহিত্য’ নিয়ে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হাসনাৎ। ওই পাঠচক্রে প্রকাশিত হয় আলোচনার কাগজ ‘ছাপাখানার গলি’র বাংলাদেশ সংখ্যা। সম্পাদক দেবাশিস সাহা। প্রচ্ছদ শিল্পী জয়নুল আবেদীন।

পোড়ামাটির শিল্প
আজিমগঞ্জের বড়নগরে রয়েছে নাটোরের রানি ভবানী প্রতিষ্ঠিত চারবাংলা মন্দির। ওই মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে টেরাকোটার অসামান্য কারুকাজ। পুরাণের কাহিনি অবলম্বনে সৃষ্ট পোড়ামাটির ওই রিলিফ-ভাস্কর্য দেখে মুগ্ধ হয়েছিলেন চিত্রশিল্পী পঞ্চানন চক্রবর্তী। ১৯৭২-৭৩ সালে তিনি সেই কারুকাজ রেখাবন্দি করেন। সেই সব শিল্পকর্ম দিয়ে অলঙ্কৃত করা হয়েছে উদ্ভাসের ২০১৩ সালের ক্যালেন্ডার। এ ছাড়াও পঞ্চাননবাবু ওই মন্দিরের অনুপম টেরাকোটা কাজের ৬টি স্কেচ সম্প্রতি প্রকাশ করেছেন।

সাহিত্যপাঠ
গত রবিবার ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ১৫৯তম মাসিক সাহিত্যপাঠের আসর অনুষ্ঠিত হয় বহরমরপুর শহরের ইন্দ্রপ্রস্থেরবরিসাল কলোনি এলাকা। সেখানে ‘আধুনিক বাংলা কবিতায় ছন্দের প্রাসঙ্গিকতা’ বিষয়ে আলোচনা করেন ৫ জন কবি। এ ছাড়াও ৩৩ জন স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন।

বহরমপুরে নৃত্যানুষ্ঠান। —নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.