|
|
|
|
কাজহারাদের নিয়োগ শীঘ্র, ঘোষণা শুভেন্দুর |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এবিজি-র কাজহারা শ্রমিকদের একাংশকে হলদিয়া বন্দরের অন্য ১৬টি পণ্য খালাসকারী সংস্থায় নিয়োগ করা হবে বলে জানালেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পশহর হলদিয়ার চিরঞ্জীবপুরে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রতীকি ভাবে ৭ জন কাজহারা শ্রমিকের হাতে নিয়োগপত্র তুলেও দেন তমলুকের সাংসদ। আরও দু’শো জনকে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানান তিনি।
তবে এবিজি চলে যাওয়ায় কাজ হারিয়ে সুতাহাটার মঞ্চে অবস্থান করছিলেন যাঁরা, সেই শ্রমিকেরাও কাজ পাবেন কি না স্পষ্ট ভাবে জানা যায়নি। এ দিনও শুভেন্দু বলেন, “সুতাহাটায় আন্দোলন করতে বসে অনেকে অধীর চৌধুরী, দীপা দাশমুন্সিকে বাইক-কনভয়ে নিয়ে যাচ্ছেন। আবার সুতাহাটা লাবণ্যপ্রভা স্কুলের নির্বাচনে সিপিএমের হয়ে সহযোগিতা করছেন। এঁদের কোনও রাজনৈতিক চরিত্র নেই।” মঞ্চে অবশ্য সাংসদ এবিজি-র প্রায় সাড়ে ছ’শো ছাঁটাই শ্রমিকেরই ‘চোখের জল’ মোছার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “বন্দরে কাজ করা ১৬টি সংস্থাকে অনুরোধ করেছিলাম এদের নিতে। আপাতত দু’শো জনকে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে।”
এখন বন্দরের ২ ও ৮ নম্বর বার্থে কাজ বন্ধ রয়েছে। ওই দু’টি বার্থে কাজ চালু করতে ইতিমধ্যে দরপত্রের আহ্বান করেছেন বন্দর কর্তৃপক্ষ। এ দিন শ্রমিক নিয়োগের প্রসঙ্গে শুভেন্দু বলেন, “২ ও ৮ নম্বর বার্থে যে সংস্থা আসবে, আইন মেনে তাদের ছাঁটাই শ্রমিকদের নিয়োগ করতে হবে। ছাঁটাই শ্রমিকেরা ওই দুটি বার্থে স্থায়ী কাজ পাবেন বলে আশা করছি।
সুতাহাটায় বিক্ষোভরত শ্রমিকদের তরফে নূর আলম, শেখ সিরাজদের প্রতিক্রিয়া, “সাংসদ আগেই বলেছিলেন আমরা সিপিএম করি। আমাদের সাথে উনি ছিলেন না। কিছু তৃণমূলের শ্রমিকদের নিয়োগপত্র দিলেও আমাদের নিয়োগের বিষয়ে কিছুই জানাননি। এই অভিযোগ নিয়েই ১০ জানুয়ারি মহকরণ অভিযান করব।” |
|
|
|
|
|