|
|
|
|
অবৈধ নির্মাণ ঘিরে সংঘর্ষ, জখম ১২ |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
পূর্ত বিভাগের জমিতে অবৈধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দু’পক্ষ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে। ঘটনায় তিন জন মহিলা-সহ মোট ১২ জন জখম হয়েছেন। এর মধ্যে পাঁচ জন ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মঙ্গলবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক দিন আগে পাঁশকুড়া বাসস্ট্যান্ডের অদূরে রিক্সাস্ট্যান্ড সংলগ্ন পূর্ত দফতরের জমি দখল করে স্থানীয় একটি ক্লাব অস্থায়ী একটি ঘর তৈরি করে। ওই নির্মাণের উল্টোদিকে পূর্ত দফতরের জমি দখল করেই ১৯৬৩ সাল থেকে রয়েছে রিক্সা চালকদের একটি ইউনিয়ন ঘর। নতুন নির্মাণের পরেই ঘাটাল থানায় অভিযোগ দায়ের করে পূর্ত দফতর। অভিযোগ, তারপরেও ঘরটি সরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি ক্লাবের তরফ থেকে। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা-সহ বিভিন্ন জায়গায় পূর্ত ও সেচ দফতরের বিভিন্ন জমি দখল করে অবৈধ নির্মাণ গড়ে উঠছে। অভিযোগ, স্থানীয় মানুষ বারবার জানালেও প্রশাসন নীরব দর্শক হয়েই রয়েছে। পুলিশ সূত্রে খবর, বর্ষশেষের রাতে অনুষ্ঠানে মেতেছিল ওই ক্লাবের সদস্যরা। অভিযোগ, রিক্সা চালকদের কেউ সেই সময় নতুন নির্মাণটি ভাঙার চেষ্টা করে। এরপরই ক্লাবের সদস্যরা রিক্সা চালকদের উপর চড়াও হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জে বাধ্য হয়। রাত একটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। ক্লাবের পক্ষ থেকে অপরূপ দে বলেন, “আমাদের ক্লাবটি আচমকাই ভাঙচুর শুরু করে রিক্সা চালকরা। খবর পেয়ে আমরা সেখানে গেলে আমাদের ওপর ওরা লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। সঙ্গে ছিলেন মহিলারাও।” রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে অরূপ রুইদাস বলেন, “আচমকা আমাদের উপর হামলা চালানো হয়। মেয়েদেরও মারধর করা হয়। ঘটনাটি থানায় জানিয়েছি।” ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, “দু’পক্ষই থানায় মামলা দায়ের করেছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।” |
|
|
|
|
|