|
|
|
|
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন পূর্বে |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তৃণমূল কংগ্রেসের ১৫তম জন্মদিন পালিত হল পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা শহর-সহ জেলার সর্বত্র দলীয় পতাকা উত্তোলন-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল নেতা-কর্মীরা।
সকালে তমলুক শহরের ১৩ নম্বর ওয়ার্ডে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন পুরপ্রধান দেবিকা মাইতি। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র, পুরসভায় তৃণমূলের দলনেতা পৃথ্বীশ নন্দী, প্রাক্তন পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন। রক্তদান শিবির, শীতবস্ত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। শহরের ১৫ নম্বর ওয়ার্ডেও পতাকা উত্তোলন, দুঃস্থ ছাত্রছাত্রীদের স্কুলব্যাগ ও পাঠ্য উপকরণ প্রদান করা হয়।
এ ছাড়া শহীদ মাতঙ্গিনী ব্লকের নোনাকুড়িবাজারে ব্লক তৃণমূল কার্যালয়ে, মেচেদা বাসস্ট্যান্ডে, কোলাঘাট থার্মাল গেটে তৃণমূল শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্লক তৃণমূল সভাপতি বিভাস কর বলেন, “শহীদ মাতঙ্গিনীর স্মৃতিবিজড়িত হোগলা ও আলিনান গ্রামে দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন ও পদযাত্রা হয়েছে।” তমলুকের নিমতৌড়িবাজার, রাধামনিবাজার, পাঁশকুড়া স্টেশনবাজার, কোলাঘাট বাজার, নন্দকুমার বাজার, হাইরোড , ময়নার বলাইপন্ডা, চণ্ডীপুর বাজার, নন্দীগ্রাম বাজার, গড়চক্রবেড়িয়া, সোনাচুড়া, মহম্মদপুর, গোকুলনগর, নন্দীগ্রাম ২ ব্লকের রেয়াপাড়া, খোদামবাড়ি, বিরুলিয়া, তেপেখ্যা প্রভৃতি এলাকাতেও এ দিনটি পালিত হয়। |
|
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন এগরায় |
কাঁথি শহরেও নানা ভাবে এ দিনটি পালিন করা হয়। সোমবার রাতে শহরের ক্যানেলপাড়ে এক অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ শিশির অধিকারী। ছিলেন দুই বিধায়ক সমরেশ দাস ও অর্ধেন্দু মাইতি, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। অনুষ্ঠানের পৌরহিত্য করেন দক্ষিণ কাঁথির তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী।
মঙ্গলবার সকালে ৮নং ওয়ার্ডের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী ও মামুদ হোসেন। রামনগর ২ ব্লকের বালিসাইতে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক অখিল গিরি। অনুষ্ঠানে ছিলেন সাংসদ শিশির অধিকারী, পঞ্চায়েত সমমিতির সভাপতি কমলাকান্ত বেরা, সহ-সভাপতি অরুন দাস ও বিভিন্ন পঞ্চায়েত প্রধানেরা। রামনগর ২ ব্লকের কালিন্দী, মাইতিহাট এলাকায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করেন বিধায়ক অখিল গিরি। খেজুরির ঠাকুরনগরে তৃণমূলের উদ্যোগে এক জনসভা করা হয়। সেখানে শিশির অধিকারী, মামুদ হোসেন ও খেজুরির বিধায়ক রঞ্জিত মণ্ডল বক্তব্য রাখেন। |
|
|
|
|
|