‘কিং কোবরা’কে বাঁচাতে আসরে ‘ব্ল্যাক প্যান্থার’।
৯ ডিসেম্বরের বিতর্কিত ডার্বিতে উত্তেজনা ছড়ানোর দায়ে শো-কজ হওয়া ‘কিং কোবরা’ ওডাফা ওকোলির হয়ে এ বার ব্যাটন ধরলেন একদা ময়দানের ‘কালো চিতা’ চিমা ওকোরি।
ওডাফার ‘শো-কজ’ প্রসঙ্গে আনন্দবাজারকে ফোনে চিমার প্রশ্ন, “ওডাফার সম্ভাব্য শাস্তি নিয়ে অনেক কথা শুনছি। কিন্তু ওডাফা ঠিক কী করেছে বা বলেছে, তা জানেন?”
একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে এ দিন রেফারিকে তোপ দেগে চিমা প্রশ্ন তুলেছেন, “রেফারির রিপোর্টকে চ্যালেঞ্জ করা যায়? যদি না যায়, তা হলে তাঁদের ওপর নজরদারির কাজটা করবেন কে? রেফারি এবং ফুটবলারের মধ্যে ঠিক কী কথা হচ্ছে তা কী ভাবে জানা যাবে? রেফারিদের কতটা বিশ্বাস করতে পারি?” রেফারির সিদ্ধান্তের প্রতি এ ভাবে অনাস্থা জানিয়ে চিমার পরামর্শ, “রেফারির পোশাকে যদি ‘স্পিকার’ লাগানো থাকে তা হলে রেকর্ডিং স্টুডিও এবং সব দর্শকই বুঝতে পারবেন মাঠের ভিতর কী ঘটছে।”
বিতর্কিত ডার্বি ম্যাচের রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্ট বলছে, সে দিন রেফারির দিকে তেড়ে গিয়ে গালিগালাজের পাশাপাশি তাঁকে কনুই দিয়ে আঘাত করেন ওডাফা। সেই রিপোর্ট এবং ম্যাচের ফুটেজ খতিয়ে দেখে বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়ও গ্যালারিতে উত্তেজনা ছড়ানোর মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছেন ওডাফাকেই। বড় কিছু অঘটন না ঘটলে এক থেকে দু’বছরের সাসপেনশন নেমে আসার সম্ভাবনা সবুজ-মেরুন অধিনায়কের ওপর। ওডাফার ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত বলেছেন, “ওডাফাকে শো-কজের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে আমাদের বক্তব্য জানাব।” তখন হঠাৎ রেফারিকে চিমা কেন চ্যালেঞ্জ করতে গেলেন? |
রেফারির রিপোর্টকে চ্যালেঞ্জ করা যায়? যদি না যায়, তা হলে তাঁদের ওপর নজরদারির কাজটা করবেন কে? রেফারি এবং ফুটবলারের মধ্যে ঠিক কী কথা হচ্ছে তা কী ভাবে জানা যাবে? রেফারিদের কতটা বিশ্বাস করতে পারি?
চিমা ওকোরি |
|
ময়দানের অঙ্ক বলছে, ওডাফার বিপণনের দিকটি দেখভাল করেন চিমা। কাগজে-কলমে চিমাই ওডাফার এজেন্ট। তাই নিজের প্রয়োজনে ওডাফাকে বাঁচাতেই রেফারিকে খুল্লামখুল্লা তোপ দেগে চিমা জনসমর্থনের চেষ্টা করছেন বলে মনে করছেন কেউ কেউ।
চিমার বক্তব্য শুনে এআইএফএফ-এর রেফারি বোর্ডের প্রধান গৌতম কর বলছেন, “সোশ্যাল সাইটে কেউ নিজের বক্তব্য জানাতেই পারেন। তবে ফিফা ও এএফসি-র নিয়মে রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্টই চূড়ান্ত।” আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ওডাফা? বছরের প্রথম দিনটি তিনি বাড়িতেই কাটালেন শাস্তির আশঙ্কা নিয়ে। ফোনে যোগাযোগ করা হলে বললেন, “শো-কজের চিঠি পেয়েছি। এ ব্যাপারে পরে কথা বলব।”
সানডের বদলির খোঁজে মহমেডান: চোটের কারণে এই মরসুমে ছিটকে গেলেন মহমেডানের স্ট্রাইকার ডেভিড সানডে। অনুশীলনের সময় পায়ের লিগামেন্টে চোট পান। সেই চোট নিয়েই খেলেন। অবস্থা খারাপ হওয়ায় সানডেকে অস্ত্রোপচার করতে হবে। তাঁর বদলি খোঁজা হচ্ছে। |