|
|
|
|
সিপিএম অফিসে হামলা আগুন, ডেবরায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএমের এক দলীয় কার্যালয় থেকে নানা সরঞ্জাম বের করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। কার্যালয়ের একাংশেও আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, দুস্কৃতীদের খোঁজ চলছে। লিখিত অভিযোগ এলে তা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে। ঘটনার পর ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে নন্দবাড়ি এলাকা। এখানে সিপিএমের একটি শাখা কার্যালয় রয়েছে। সোমবার গভীর রাতে এই কার্যালয়ে একদল তৃণমূল কর্মী-সমর্থক হামলা চালান বলে অভিযোগ। পাশেই রয়েছে লোয়াদা। রবিবার লোয়াদা হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়েছে। নির্বাচনে ৬টি আসনের সব ক’টিতে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সিপিএমের অভিযোগ, এরপরই লোয়াদা ও তার আশপাশ এলাকায় সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। তৃণমূলের লোকেরা দলীয় কর্মী-সমর্থকদের ভয় দেখাচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে সিপিএমের ওই শাখা কার্যালয় থেকে আলমারি, মোটর বাইক, বেশ কিছু কাগজপত্র বের করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সিপিএমের ডেবরা জোনাল কমিটির সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডলের অভিযোগ, “তৃণমূলের লোকেরা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এই ঘটনা ঘটিয়েছে।” নন্দবাড়ির ঘটনার সঙ্গে দলের কারও যোগ থাকার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি রতন দে বলেন, “সিপিএমের অন্তর্দ্বন্দ্বের জেরে ওই ঘটনা ঘটেছে।” তাঁর কথায়, “সিপিএমের পার্টি অফিসে কিছু হলে তার জন্য তৃণমূলকে দোষারোপ করা হয়েই থাকে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। তবে অভিযোগ ঠিক নয়। ঘটনার সঙ্গে আমাদের দলের কারও যোগ নেই। সিপিএমের মধ্যে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরেই ওই ঘটনা ঘটেছে বলে শুনেছি।” মঙ্গলবারও দিনভর এলাকায় চাপা উত্তেজনা ছিল। |
|
|
|
|
|