টুকরো খবর
শুরু হল জেলা বিবেক ছাত্র-যুব উৎসব
বাঁশ-বেলুনে বিভ্রাট পৌর বিবেক ছাত্র-যুব উৎসবের দুই মুহূর্ত।

পতাকা উত্তোলনের সময় বাঁশ থেকে পতাকা
খুলে জেলাশাসকের হাতে চলে আসে। পরে
বাঁশ নামিয়ে ফের পতাকা তোলা হয়।

বেলুন ওড়াতে গিয়েও হয় বিপত্তি। গ্যাসের বদলে
হাওয়া ভরা থাকায় উপর থেকে নীচে নেমে আসে বেলুন।
হাত দিয়ে বেলুন উপরে পাঠাতে ব্যস্ত মন্ত্রী ও বিধায়ক।
ছবি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল।
শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা বিবেক ছাত্র-যুব উৎসব। চলবে আজ, বুধবার পর্যন্ত। মঙ্গলবার সকালে উদ্বোধন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী প্রমুখ। উৎসবের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। আগে জেলার ২৯টি ব্লক এবং ৮টি পুরসভা এলাকায় ছাত্র-যুব উৎসব হয়েছে। ব্লক ও পুরসভা এলাকার প্রতিযোগিতায় যাঁরা সফল হয়েছেন, তাঁদের নিয়েই জেলা স্তরে প্রতিযোগিতার আয়োজন। স্বামী বিবেকানন্দের জন্ম-সার্ধশতবর্ষ উপলক্ষে এ বার বিবেক ছাত্র-যুব উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যুবকল্যাণ বিভাগের উদ্যোগে এই উৎসব। ক্যুইজ, প্রবন্ধ রচনা, বসে আঁকো, আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, তাৎক্ষণিক বক্তৃতা প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। মেদিনীপুর কলেজিয়েট স্কুল ক্যাম্পাস এবং কলেজ মাঠেই সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠা দিবসে নানা কর্মসূচি
১৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি পালন করল তৃণমূল। কোথাও মিছিল হয়েছে। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কোথাও বা গরিব মানুষদের শীতবস্ত্র দান করা হয়েছে। মঙ্গলবার সকালে খড়্গপুরে কৌশল্যা থেকে একটি পদযাত্রা বেরোয়। পরে প্রায় ২০০ জন দুঃস্থ মানুষকে কম্বল-চাদর দেওয়া হয়। মেদিনীপুরেও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠান অবশ্য শহরের অধিকাংশ এলাকাতেই শুরু হয়েছিল সোমবার সন্ধ্যা থেকে। ওই দিন সন্ধ্যায় মেদিনীপুর শহর তৃণমূলের দলের প্রতিষ্ঠা দিবসে উদ্যোগে বটতলাচকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

গড়বেতায় দৌড় প্রতিযোগিতা
গড়বেতায় ৮ মাইল দৌড় প্রতিযোগিতা হল মঙ্গলবার। গড়বেতা যুব গোষ্ঠীর পরিচালনায় দীর্ঘ দিন ধরেই ১ জানুয়ারি এই প্রতিযোগিতা হয়ে আসছে। এ বার এই প্রতিযোগিতা ৩৪ বছরে পড়ল। ৩০০ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। প্রথম হয়েছেন মেদিনীপুর তরুণ সঙ্ঘ ব্যায়ামাগারের হাফিজুল মণ্ডল। প্রথম ১৫ জনকে পুরস্কৃত করেন উদ্যোক্তারা। এ ছাড়াও মহিলাদের মধ্যে তিন জনকে পুরস্কার দেওয়া হয়েছে। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন তরুন সঙ্ঘ ব্যায়ামাগারেরই বেবি খাতুন। স্থানীয় প্রতিযোগী হিসাবেও প্রথম ১৫ জনকে পুরস্কৃৃত করা হয়। তাঁদের মধ্যে প্রথম হয়েছেন গড়বেতার অজিত সর্দার। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতার বিডিও বিমলেন্দু দাস, দৌড়বিদ সুব্রত পান। সংগঠকদের পক্ষে শ্যামল মহাপাত্র জানান, এলাকায় খেলাধূলোর পরিবেশকে এগিয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ।

বর্ষবরণ অনুষ্ঠানে হামলা
বর্ষবরণ অনুষ্ঠান করছিলেন খাপ্রেলবাজার এলাকার বাসিন্দারা। সোমবার রাতে পাড়ারই দুর্গামণ্ডপে এই অনুষ্ঠান হচ্ছিল। আচমকাই কয়েকজন মদ্যপ সেখানে এসে হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় ঈশিতা ভকত বলেন, “মহিলাদের উপরেও ঝাঁপিয়ে পড়েছিল মদ্যপরা। শ্লীলতাহানির চেষ্টা করা হয়।” তাঁদের অভিযোগ, দুর্গামণ্ডপের সামনেই রয়েছে পুলিশ ফাঁড়ি। চিৎকার, চেঁচামেচি শুনে তাঁরা বেরিয়ে এসেও ফের ফাঁড়িতে ঢুকে যান। হামলা প্রতিরোধের কোনও চেষ্টাই করেননি। অবিলম্বে দুষ্কৃতীদের ধরার দাবিতে মেদিনীপুরের মহকুমাশাসক অমিতাভ দত্তের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। কোতোয়ালি থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

মারধরের অভিযোগ
সিপিএমের দাঁতন-২ জোনাল কমিটির সদস্য তাপস মাইতিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। সিপিএম নেতা আবদুল রহিম বলেন, “তারপবাবু কে মারধর করেছে তৃণমূলের লোকেরা।” তৃণমূলের শৈবাল গিরি বলেন, “মারধর করা হয়নি। তাপসবাবুকে স্থানীয় বাসিন্দারা হেনস্থা করেছেন।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.