বিজ্ঞান কংগ্রেস
শহরে বিরল ‘সপ্তর্ষিমণ্ডল’
তুন বছরের দ্বিতীয় দিনেই শহরে বিরল নক্ষত্র সমাবেশ। একই দিনে শহরে আসছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আসছেন পাঁচ নোবেলজয়ী বিজ্ঞানীও। উপলক্ষভারতীয় বিজ্ঞান কংগ্রেসের শতবর্ষের অধিবেশন।
১৯১৪ সালে কলকাতা এশিয়াটিক সোসাইটিতে প্রথম বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। সভাপতিত্ব করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। সেই কথা মাথায় রেখেই শতবর্ষের অধিবেশন কলকাতায় করার কথা ঠিক করেছেন বিজ্ঞান কংগ্রেসের কর্মকর্তারা। আগামিকাল, বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামে সেই অধিবেশনের উদ্বোধন করবেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মূল অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। হাজির থাকবেন নোবেলজয়ীরাও। অনেকেই বলছেন, একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শহরে হাজির থাকাটা বিরল ঘটনা। শেষ কবে এমন হয়েছে, তা মনে করতে পারছেন না পুলিশ-নিরাপত্তা অফিসারেরাও। তাঁরা বলছেন, বিজ্ঞান কংগ্রেসের শতবর্ষ উপলক্ষেই দেশের দুই শীর্ষ ব্যক্তিত্বের একসঙ্গে আগমন ঘটল।
বিজ্ঞান কংগ্রেস সূত্রের খবর, আজ, বুধবার শহরে পা রাখছেন পাঁচ নোবেলজয়ীও অর্থনীতিবিদ জেমস মিরলেস, রসায়নবিদ এল ইচি নেগেশি, পদার্থবিদ স্যামুয়েল সি সি টিং, রসায়নবিদ উয়ান টি লি, ও পরিবেশবিদ রাজেন্দ্র পচৌরি। এ ছাড়াও, এই অনুষ্ঠানে হাজির হতে এম এস স্বামীনাথন, গিরীশশরণ অগ্রবাল, রঘুনাথ মাসেলকর, আর চিদম্বরমের মতো বিজ্ঞানীরাও আসছেন কলকাতায়।
এমন সব তারকাদের শহরে আসা নিয়ে শহর জুড়ে চড়ছে উত্তেজনার পারদ। কড়াকড়ি হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। পুলিশ সূত্রের খবর, আজ, বুধবার শহরে হাজির হয়ে রাষ্ট্রপতি উঠবেন রাজভবনে। প্রধানমন্ত্রী থাকছেন সল্টলেকের একটি পাঁচ তারা হোটেলে। পাঁচ তারা হোটেলে থাকছেন নোবেলজয়ীরা-সহ বিশিষ্ট বিজ্ঞানীরাও। সল্টলেক স্টেডিয়াম-সহ ওই এলাকার চারটি জায়গায় বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠান হবে। সেই এলাকাগুলিতে মঙ্গলবার থেকেই পুলিশি নজরদারি শুরু হয়ে গিয়েছে। মোতায়েন হয়েছে নিরাপত্তারক্ষীরাও।
বিজ্ঞান কংগ্রেসের কর্তারা জানিয়েছেন, বিজ্ঞান কংগ্রেস শুরু হয়ে যাওয়ার পরেও কয়েক জন বিজ্ঞানী আসবেন। তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা করা রয়েছে। বুধবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গবেষক-বিজ্ঞানীরাও আসতে শুরু করেছেন।
আর মাত্র দু’দিন বাকি। তাই শেষ মুহূর্তের ব্যবস্থাপনায় মেতে রয়েছেন আয়োজক কমিটির কর্তারাও। একটি সূত্রের খবর, মোটামুটি সব ব্যবস্থাই ঠিকঠাক হয়েছে। এখন শেষ লগ্নের প্রহর গোনা বাকি। বিজ্ঞান কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, বুধবার বিজ্ঞান কংগ্রেসের শতবর্ষের উদ্বোধন নিয়ে রাজভবনে সাংবাদিক বৈঠক করবেন রাজ্যপাল এম কে নারায়ণন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.