ছেলেধরা সন্দেহে মারধর মহিলাকে, আক্রান্ত পুলিশ |
ছেলেধরা সন্দেহে জনতার মারধরে এক মহিলার গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ফের ব্যাপক উত্তেজনা ছড়ায় তপসিয়ায়। আগুন লাগানো হয় পুলিশকর্তার গাড়িতে। দমকলের গাড়ি ভাঙচুর হয়। বিশাল পুলিশবাহিনী আসে। নামানো হয় র্যাফ। ছেলেধরার গুজব ঘিরে কিছু দিন ধরেই ঝামেলা চলছে ওই এলাকায়। পুলিশি সূত্রের খবর, এ দিন এক মহিলার সঙ্গে একটি শিশুকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, শিশুটি মহিলার সঙ্গে যেতে চাইছিল না। তার পরেই ছেলেধরা সন্দেহে ওই মহিলাকে মারধর করে জনতা। পুলিশ রাস্তায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা মহিলাকে উদ্ধার করতে গেলে তাদের উপরে ইটপাটকেল ছোড়া হয়। জখম হন কয়েক জন পুলিশকর্মীও।
|
ব্যাঙ্ক থেকে আগুন আবাসনে, আতঙ্ক |
বাগুইআটির কৈখালিতে মঙ্গলবার একটি আবাসনে আগুন লেগে আতঙ্ক ছড়াল। ভিআইপি রোড সংলগ্ন ওই আবাসনের প্রথম তলের দু’টি ব্যাঙ্ক থেকে প্রথমে ধোঁয়া ছড়ায়। গ্রাহক ও কর্মীরা আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন। দমকল আসার আগে আবাসিকদের উদ্ধারের কাজ শুরু করেন স্থানীয়েরা। দমকলের চারটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, মিটার ঘরে শর্ট সার্কিট থেকেই এই আগুন।
|
মহেশতলা বাটানগরের তালতলা কলোনি এলাকায় ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম স্বপন রায়। তার বিরুদ্ধে পড়শির বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।
|
হরিদেবপুরের দাসপাড়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম খগেন চৌধুরী। অভিযোগ, খগেন মঙ্গলবার তার স্ত্রী শিখাকে গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুন করে। পাড়ার লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
|
রবীন্দ্র সরণিতে মঙ্গলবার রাতে একটি গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়। জখম হন অন্য এক পথচারী। পুলিশ জানায়, দুই ব্যক্তি রাস্তা পেরোচ্ছিলেন। তখনই গাড়িটি তাঁদের ধাক্কা দেয়। মৃতের নাম জানা যায়নি। আহতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গাড়িটির খোঁজ চলছে। |