চড়ুইভাতিতে সংঘর্ষ, ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
চড়ুইভাতি করতে গিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে জখম হলেন দশ জন। গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ইট বৃষ্টিতে পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনাটি মঙ্গলবার বিকালে ঘটে মুরারই থানার রতনপুরের বাবুবাগানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রথমে চড়ুইভাতিকে কেন্দ্র করে দুই পিকনিক পার্টির সংঘর্ষ হয়। তাতে এলাকার কিছু সর্ষে জমি ক্ষতিগ্রস্ত হয়। এর পরেই ঘটনার প্রতিবাদ করলে সংলগ্ন দুই গ্রাম পলশা ও সুমোরপুরের মধ্যে গণ্ডগোল বেধে যায়। খবর পেয়ে মুরারই থানা থেকে পুলিশের একটি ভ্যান সেখানে পৌঁছয়। ততক্ষণে দু’পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। তাকে পুলিশের একটি গাড়ির কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসডিপিও আরও পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি। জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা জানান, এলাকায় পুলিশ টহল দিচ্ছে। এই ঘটনার জেরে বাঁশলৈ রেল স্টেশনের কাছে কিছু দোকানে ভাঙচুর ও লুঠপাট হয় বলে দোকানদারদের দাবি। |
প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিবেদন |
রামপুরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে দিল্লির ধর্ষণ-কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি মিছিল বের করা হয়। মঙ্গলবার বিকালের ওই মিছিলে যোগ দেন এলাকার কয়েকশো মহিলা। ওই মিছিলে মেয়েদের নিরাপত্তা দিতে জরুরি আইন প্রয়োগের দাবিও ওঠে। অন্য দিকে, এ দিন দুপুরেই সিপিএম নেতা আনিসুর রহমানের করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সাঁইথিয়ায় একটি মিছিল করল তৃণমূল। ছিলেন সাঁইথিয়া ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সাধন মুখোপাধ্যায়, স্থানীয় নেতা লক্ষ্মণ মণ্ডল প্রমুখ। এ দিন সন্ধ্যায় রামপুরহাট পাঁচ মাথা মোড়ে রামপুরহাট শাখার বিজ্ঞান মঞ্চের উদ্যোগে মোমবাতি মিছিল হয়। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
কয়লা বোঝাই গরুর গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের সামনের রাস্তায়। পুলিশ জানায়, মৃতের নাম উত্তম বাগদি (৪৫)। যশপুর গ্রামেই তাঁর বাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে অহরহ অবৈধ কয়লা বোঝাই গরুর গাড়ি যাতায়াত করে। অথচ পুলিশ নিরব দর্শক। এ দিন সন্ধ্যায় জখম ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান। পুলিশ ঘটনার তদন্তে নামলেও অবৈধ কয়লা যাতায়াত নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। |
জলাধারের শিলান্যাস
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
জলপ্রকল্পের দ্বিতীয় জলাধারের শিলান্যাস হল সাঁইথিয়ায়। মঙ্গলবার দুপুরে পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ স্থানীয় আশ্রমপল্লিতে ৫.৬৮ লক্ষ লিটার ধারণ ক্ষমতার ওই জলাধারের শিলান্যাস করেন। কেন্দ্রীয় সরকারের জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন প্রকল্পে সাঁইথিয়ায় ইতিমধ্যেই আরও একটি জলাধারের (জলধারণ ক্ষমতা ২.২৭ লক্ষ লিটার) শিলান্যাস হয়েছে। দু’টি জলাধারের কাজ একই সঙ্গে চলবে। |
রাজ্য কৃষি প্রযুক্তিবিদ আধিকারিকদের সংগঠনের বীরভূম শাখার উদ্যোগে রবিবার বোলপুরে হয়েছে জৈব পদ্ধতিতে চাষ এবং সারের গুরুত্ব ও প্রভাব বিষয়ক একটি আলোচনা শিবির। |