ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত অনূর্ধ্ব ১৫ সিএবি আন্তঃমহকুমা ক্রিকেট লিগের উদ্বোধনী খেলায় হাওড়ার উলুবেড়িয়াকে হারাল রামপুরহাট। গত ২৬ ডিসেম্বর সিউড়ি ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলা হয়েছে। নির্ধারিত ৪৫ ওভারের খেলায় রামপুরহাট করে ২১১ রান। উলুবেড়িয়া ৮৭ রান করে। পরের দিনের খেলায় সিউড়ি ২০২ এবং হাওড়া ১১৬ রান করে। ২৮ ডিসেম্বরের খেলায় বোলপুর ৮২ ও উলুবেড়িয়া ৮৬ রান করে। পরের দিনের খেলায় রামপুরহাট ৭১ ও হাওড়া ১৩৬ রান করে। ৩০ ডিসেম্বর মুখোমুখি হয়েছিল উলুবেড়িয়া ও সিউড়ি। উলুবেড়িয়া ৮৩ ও সিউড়ি ৮৪ রান করে। ৩১ ডিসেম্বরের খেলায় হাওড়ার কাছে পরাজিত হয় বোলপুর। ১ জানুয়ারির খেলায় সিউড়ির কাছে হারে বোলপুর। চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্যায়ের খেলায় যোগ দানের সুযোগ পাবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বীরভূমের তিনটি ও হাওড়ার দু’টি মহকুমা এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। |
দুবরাজপুরে ক্রিকেট। নিজস্ব চিত্র। |
দুবরাজপুর নায়কপাড়া স্পোর্টস ক্লাবের পরিচালনায় ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ৩২ দলীয় রামভদ্র নায়ক এবং দিলীপ উপাধ্যায় স্মৃতি নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। আগামী ২০ জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি তথা স্থানীয় পুরপ্রধান পীযূষ পাণ্ডে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল দুবরাজপুর পূর্বপাড়া নেতাজি সঙ্ঘ এবং দুবরাজপুর লালবাজার দুর্গামন্দির ক্লাব। উদ্বোধনী খেলায় জয়লাভ করে দুবরাজপুর লালবাজার দুর্গামন্দির ক্লাব। আজ বুধবার অগ্রগামী সঙ্ঘের মুখোমুখি হতে চলেছে প্রাইমারি টিচার্স স্পোর্টস অ্যাসোসিয়েশন। আয়োজক ক্লাবের সম্পাদক রামরেণু নায়ক জানান, বিজয়ী এবং বিজিত দলকে যথাক্রমে ট্রফি-সহ ১০ হাজার এবং ৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। |
রামপুরহাটের দিঘিরপাড়ে ফাইনাল। নিজস্ব চিত্র। |
রামপুরহাটের জয়কৃষ্ণপুর দিঘির পাড় যুবকবৃন্দের পরিচালনা এবং ‘সোনার তরী’ অনুষ্ঠান ভবন ও এম ডি এন্টারপ্রাইজের সহায়তায় ৮ দলীয় মেহেরুন্নিসা বিবি স্মৃতি ট্রফি ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হল সিউড়ি একাদশ। ৩০ ডিসেম্বর স্থানীয় মহেন্দ্রনারায়ণ চৌধুরী ফুটবল মাঠে হয় ওই খেলা। প্রথমে ব্যাট করতে নেমে সিউড়ি ২০ ওভারের খেলায় ৯ উইকেট হারিয়ে ২২৪ রান করে। জবাবে পাঁচগ্রাম ক্রিকেট ক্লাব ২১১ রান করে অল আউট হয়ে যায়। সিউড়ির সোমনাথ মণ্ডল ম্যান অব দ্য ম্যাচ এবং পাঁচগ্রামের রাজীব দত্ত ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। ৩০ ডিসেম্বর স্থানীয় মহেন্দ্রনারায়ণ চৌধুরী ফুটবল মাঠে ওই খেলা হয়। আয়োজক সংস্থার মুখপাত্র পিয়ারুল ইসলাম জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ২৫০০০ ও ১৫০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। |
আজ বুধবার থেকে শুরু হচ্ছে ময়ূরেশ্বরের সেরুনিয়া তরুণ সঙ্ঘ পরিচালিত ২৪ দলীয় ক্রিকেট প্রতিযোগিতা। স্থানীয় গুদাম সংলগ্ন ষাটপলসা স্কুলমাঠে ওই খেলা হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে নওয়াপাড়া ক্রিকেট ক্লাব এবং ভালদহ ক্রিকেট একাদশ। আয়োজক সংস্থার সম্পাদক বুদ্ধদেব দাস জানান, বিজয়ী এবং বিজিত দলকে যথাক্রমে ট্রফি-সহ ৫০০০ টাকা এবং ৩০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। |
• ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল পরিচালিত আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিতে চলেছে বীরভূম জেলা দল। বীরভূম ছাড়াও যোগ দিয়েছে বর্ধমান ও মুশির্দাবাদ। ৮-১০ জানুয়ারি বর্ধমান স্টেডিয়ামে হবে ওই খেলা। উদ্বোধনী খেলায় বর্ধমানের মুখোমুখি হবে বীরভূম।
•
আগামী ২০ জানুয়ারি বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় বোলপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বার্ষিক মহকুমা অ্যাথলেটিক মিট।
•
বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় বোলপুর স্টেডিয়ামে আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহকুমা আন্তঃক্লাব ভলিবল প্রতিযোগিতা। ১০টি ক্লাব এই প্রতিযোগিতায় যোগ দেবে বলে জানান উদ্যোক্তারা। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস দে জানান, বিজয়ী ও বিজিত দল আন্তঃমহকুমা ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পাবে। |