বাড়িতে খুন হলেন এক প্রৌঢ়া। মঙ্গলবার সন্ধ্যায় কালনার ধাত্রীগ্রাম এলাকার ঘটনা। পুলিশ জানায়, ওই প্রৌঢ়ার নাম পূর্ণিমা গঙ্গোপাধ্যায় (৫৫)। তিনি স্বামী লক্ষ্মী গঙ্গোপাধ্যায় ও একমাত্র ছেলের সঙ্গে থাকতেন। দু’দিন ধরে তাঁর ছেলে বাড়িতে নেই। লক্ষ্মীবাবু এ দিন বিকেলে হাঁটতে বেরোন। তিনি পুলিশকে জানান, সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন মেঝেতে স্ত্রীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে এসডিপিও (কালনা) ইন্দ্রজিৎ সরকার ও কালনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, এক তলা বাড়ির পিছনের দরজা দিয়েই দুষ্কৃতী ঢুকেছিল বলে অনুমান। ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
বর্ধমান-কাটোয়া রুটের একটি বাসের ধাক্কায় মারা গেলেন এক বৃদ্ধ। মঙ্গলবার সকালে কাটোয়া শহরের শিরিষতলায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তাঁর নাম মৃত্যুঞ্জয় ঘোষ (৬৪)। বাড়ি কাটোয়া থানার কোশিগ্রামে। এ দিন সকালে দুধ বিক্রি করতে কাটোয়া আসছিলেন। জাজিগ্রাম পেরিয়ে শিরিষতলায় আসার সময় পিছন থেকে একটি বাস ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পর বেশ কিছুক্ষণ ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল।
|
এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার কাটোয়া শহরের সার্কাস ময়দান-স্টেশন রোডের বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতার নাম দীপালি পাল (১৬)। সে কাটোয়া থানার সামনে একটি স্কুলে পড়ত। সোমবার দুপুরে দীপালি ছাড়া বাড়িতে কেউ ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আত্মঘাতী হয়েছে দীপালি।
|
মায়ের অঙ্গীকারের সম্মান রাখলেন মেয়ে। তাই মৃত্যুর পর মা অশোকা সিংহের (৮৩) দেহ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালকে দিলেন মেয়ে সুচিত্রা কুণ্ডু। কাটোয়ার তাঁতিপাড়ার বাসিন্দা অশোকাদেবী ২০০২ সালে দেহদানের অঙ্গীকার করেছিলেন। মঙ্গলবার মৃত্যু হয় অশোকা দেবীর। সুচিত্রাদেবী কাটোয়া মহকুমা হাসপাতালের নার্স।
|
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হল খনি ও শিল্পাঞ্চলে। আসানসোল পুরসভার সামনে মূল অনুষ্ঠানে বক্তৃতা করেন শিল্পাঞ্চলের তৃণণূল নেতারা। কুলটির বরাকর, দুর্গাপুর, রানিগঞ্জের রানিসায়র মোড়-সহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি নেন দলীয় কর্মী-সমর্থকেরা। কাঁকসাতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এ দিন। |