বর্ধমান |
ধর্ষণের চেষ্টায় অভিযুক্তেরা ধরা পড়েনি, চাপানউতোর |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: পাঁচ মাস আগে অভিযোগ দায়ের হলেও ধরা পড়েনি ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত দু’জন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না বলে অভিযোগ তুলেছেন গলসির তৃণমূল সংখ্যালঘু সেলের নেতারা।
তৃণমূলের গলসি ২ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি নূর মহম্মদ মল্লিকের অভিযোগ, “অভিযুক্ত দু’জন গ্রামে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তারা আমাদের দলের ব্লক সভাপতি বাসুদেব চৌধুরীর অনুগামী। তাই পুলিশ তাদের গ্রেফতার করেছে না।” তাঁদের আরও দাবি, রাজ্যের কৃষিমন্ত্রী তথা তৃণমূলের জেলা নেতা মলয় ঘটক এই ঘটনায় পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বললেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
ঠান্ডায় আশ্রয়হীনদের জন্য ব্যবস্থার নির্দেশ |
 |
নিজস্ব সংবাদদাতা, আসানসোল ও দুর্গাপুর: ঠান্ডা থেকে গৃহহীনদের বাঁচাতে আশ্রয়স্থলগুলিতে উপযুক্ত ব্যবস্থার নির্দেশ দিল জেলা প্রশাসন। বুধবার জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা আসানসোলে জানান, গৃহহীনদের রক্ষা করতে বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে। জেলার সব মহকুমা ও ব্লক প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। সজাগ থাকতে বলা হয়েছে স্বাস্থ্য আধিকারিকদেরও।
গত কয়েক দিনে তাপমাত্রা নেমেছে হু হু করে। সঙ্গে কনকনে হাওয়া। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। |
|
টুকরো খবর |
আঁধার পথে দুর্গাপুর |
|
|
|

চিত্র সংবাদ |
|
|