বাড়ির কুয়োর দড়িতে গলায় ফাঁস লাগানো এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উর্মিলা গঙ্গোপাধ্যায় (২৫)। বাড়ি পুরুলিয়া মফস্সল থানার গোলামারা গ্রামে। বুধবার সকালে ওই বধূর দেহ উদ্ধার করেছে পুলিশ। এ দিন দুপুরেই বধূটির বাবা বিধান দেওঘরিয়া মেয়ের শ্বশুরবাড়ির দু’জনের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে তাঁর মেয়েকে খুন করার অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পালিয়েছে। তাঁদের সন্ধান করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছ’বছর আগে পুরুলিয়া মফস্সল থানার বেলমা গ্রামের বাসিন্দা উর্মিলাদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল পেশায় ঠিকাদারি সংস্থার কর্মী বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁদের দু’টি সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বধূর শ্বশুর বাড়ির কুয়োর কপিকলে ফাঁস লাগানো অবস্থায় দেহটি ঝুলছিল। এ দিন খবর পেয়ে দেহ উদ্ধার করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
পুরুলিয়ার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আধুনিক পদ্ধতিতে লাক্ষা চাষ করতে হবে। এই স্লোগানকে সামনে নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে লাক্ষা চাষের প্রশিক্ষণ শিবির। বুধবার বোরো থানার আঁকরো হাইস্কুলে এমনই একটি প্রশিক্ষণ শিবির হস। স্বনির্ভর দলের প্রধান সংগঠক নিয়তি মাহাতো বলেন, “এই জেলায় লাক্ষা চাষের স্বনির্ভর দলের সংখ্যা ১২২টি। তার মধ্যে বোরো থানা এলাকাতেই ৯২টি স্বনির্ভর দল রয়েছে।” স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “রাজ্যে লাক্ষা উৎপাদনে পুরুলিয়া শীর্ষ স্থানে রয়েছে। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জেলা জুড়ে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে।”
|
দু’টি পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক তরুণী-সহ দু’জনের। দু’টি ঘটনাই ঘটেছে আদ্রা ডিভিশনের আদ্রা-গোমো শাখায়। বুধবার দুপুরে সাঁওতালডিহি ও রুকনি স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হয় বছর পঞ্চাশের এক ব্যক্তির দেহ। কোনও ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। অন্য দিকে, এ দিন দুপুরেই আদ্রার সামনে দুবরাডি গ্রামের কাছে সাঁওতালডিহি- শালিমার আরণ্যক এক্সপ্রেসের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বছর আঠেরোর এক তরুণী। তবে কোনও ক্ষেত্রেই মৃতদের পরিচয় জানাতে পারেনি রেলপুলিশ।
|
শুরু হল ফরওয়ার্ড ব্লকের ১৭ তম বাঁকুড়া জেলা সম্মেলন। বুধবার থেকে বাঁকুড়া শহরের রবীন্দ্রভবনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের উপস্থিতিতে শুরু হল দু’দিনের এই সম্মেলন। এ দিন বাঁকুড়ার বঙ্গবিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা করে তামলিবাঁধ হয়ে রবীন্দ্র ভবনে যান দলীয় কর্মীরা।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কিরণ শেখ (২৩) এক মোটরবাইক আরোহীর। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বীরভূমের ময়ূরেশ্বরের বরুটিয়া বাসস্ট্যান্ডে, সিউড়ি-বহরমপুর সড়কে। ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ট্রাক ও বাসে ভাঙচুর চালানো হয়। |