দলের জেলা সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন গত বছর। এ বার সেই বয়সের ভারেই সরে দাঁড়ালেন কৃষকসভার জেলা সভাপতির পদ থেকেও। তিনি সিপিএমের পুরুলিয়ার প্রাক্তন জেলা সম্পাদক নকুল মাহাতো।
ছররায় সম্প্রতি কৃষকসভার জেলা সম্মেলন হয়। সেখানে সংগঠনের জেলা সভাপতি ও জেলা সম্পাদক দু’টি পদেই পরিবর্তন হয়। কৃষকসভার নতুন জেলা সভাপতি হন অনাদি মাহাতো আর নতুন জেলা সম্পাদক হয়েছেন
|
নকুল মাহাতো। |
কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। কৃষকসভার জেলা সম্পাদক ছিলেন দীনবন্ধু বন্দ্যোপাধ্যায়। দল থেকে জানানো হয়েছে, বয়সের কারণে নকুলবাবু এ বার অব্যাহতি নেবেন আগেই তা সিদ্ধান্ত হয়েছিল। দলের নির্দেশ, কোনও ব্যক্তি তিন বারের বেশি সম্পাদক পদে থাকতে পারবেন না। সে কারণেই আট বারের জেলা কমিটির সম্পাদক দীনবন্ধুবাবুকে এ বার সরতে হল। তাঁর পরিবর্তে সম্পাদক করা হয়েছে অপেক্ষাকৃত নবীন কাশীনাথবাবুকে। কৃষকসভার সহ সভাপতি ছিলেন মণীন্দ্র গোপ। গত বছর নকুলবাবু সিপিএমের জেলা সম্পাদকের পদ থেকে সরে যাওয়ার পর মণীন্দ্রবাবু সেই পদে বসেন। সে কারণে কৃষকসভার সহ সভাপতির পদেও এ বার পরিবর্তন আনা হয়েছে।
গত বছর নভেম্বর মাসে ওড়িশার ভুবনেশ্বরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সাংগঠনিক কাজে আরও গতি আনতে এবং জেলা কমিটির কাজ পরিচালনায় নজরদারি বাড়ানোর লক্ষে জেলা কমিটির আয়তন ছোট করা হবে। পরিবর্তে কার্যকরী কাউন্সিলের সদস্য সংখ্যা বাড়ানো হবে। সেই প্রেক্ষিতে এ বার কৃষকসভার পুরুলিয়া জেলা কমিটির সদস্য সংখ্যা ৮৯ থেকে কমিয়ে ২৫ জন করা হয়েছে। কার্যকরী কাউন্সিলের সদস্য সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৬৫ জনের করা হয়। |