টুকরো খবর
বেসরকারি সমবায় থেকে সাবধান, পরামর্শ মন্ত্রীর
বেশি লাভের ফাঁদে পড়ে ভুয়ো সঞ্চয় সংস্থায় টাকা জমা দেওয়ার বিষয়ে সাবধান করলেন রাজ্যের সমবায় মন্ত্রী হায়দার আজিজ সফি। বুধবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের খঞ্চি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সুবর্ণজয়ন্তী উপলক্ষে খঞ্চি হাইস্কুলের সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে সমবায় মন্ত্রী বলেন, “রাজ্যের বিভিন্ন জেলার ১৭টি ভুয়ো সমবায় সংস্থা নিয়ে আমাদের দফতরে অভিযোগ এসেছে। এর মধ্যে তিনটি পূর্ব মেদিনীপুরে। এই ভুয়ো সমবায় সংস্থাগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অভিযানে নামা হচ্ছে।” গ্রাহকদের তিনি ব্যাঙ্কে, ডাকঘরে অথবা সরকারি সমবায় সংস্থায় টাকা জমা রাখার পরামর্শও দেন। তিনি জানান, রাজ্যে ছ’হাজার সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে ৬০২টি সমবায় সংস্থা ঠিকমত কাজ করছে না বলে অভিযোগ। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা স্তরে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” সমবায় সমিতির পরিচালকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সমবায় সমিতিগুলির পরিচালন সমিতিতে মহিলা প্রতিনিধি বেশ কম। মহিলা ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে।” অনুষ্ঠানে ছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল মাইতি প্রমুখও। শুভেন্দুবাবুও সাধারণ মানুষকে সচেতন করে একই পরামর্শ দেন এ দিন।

ডাকাতদলের গ্রেফতার সাত
অভিযোগ পাওয়ার এক দিনের মধ্যেই ৭ জনের বড়-সড় একটি ডাকাতদলকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। গত ২৩ ডিসেম্বর সন্ধেয় ঝাড়গ্রামের বাঁধগোড়ার অঙ্গারকুড়িয়ায় কৃষ্ণগোপাল সাউয়ের বাড়িতে আট-নয় জনের একটি ডাকাতদল হানা দেয়। অভিযোগ, নগদ ৪০ হাজার টাকা-সহ মোবাইল, বাড়ির বেশ কিছু জিনিসপত্র নিয়ে পালায় তারা। ২৪ ডিসেম্বর ঝাড়গ্রাম থানায় ডায়েরি করেন কৃষ্ণগোপালবাবু। পরদিন, মঙ্গলবার ঝাড়গ্রাম, বাঁধগোড়া, বিনপুর, বেতকুন্দরীতে হানা দিয়ে বাড়ি থেকেই ওই ডাকাতদলের ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র-সহ লুঠ করা মোবাইলগুলি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। ধৃত উজ্জ্বল মণ্ডল, সুভাষ বারিক, লোকনাথ সাহা, খোকন মাহাতো, শেখ মুরসেদ, বাপি পৈছা ও শেখ আলমগীরকে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। তাদের চার দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক। পুলিশ জানিয়েছে, ধৃতেরা জেরায় ডাকাতির কথা মেনে নিয়েছে। বাঁধগোড়ার বাসিন্দা উজ্জ্বল ও সুভাষই ডাকাতির পরিকল্পনা করে। চারটি মোটর সাইকেলে চেপে হামলা চালিয়েছিল ডাকাতদল। শেখ বাবলা ও শেখ সামশেদ নামে ডাকাতদলের দু’জনকে এখনও ধরা যায়নি। ঝাড়গ্রাম পুলিশ জেলার এসপি ভারতী ঘোষ বলেন, “বড় এই ডাকাতদলটি ধরা পড়ায় আশা করি ঝাড়গ্রামে চুরি-ডাকাতির ঘটনা কমবে।”

একই মঞ্চে সূর্যকান্ত, দীপক এবং তাপস
শেষ কবে প্রকাশ্য সমাবেশে এ দৃশ্য দেখা গিয়েছে, মনে করতে পারছেন না অনেকেই। একই মঞ্চে সূর্যকান্ত মিশ্র, দীপক সরকার ও তাপস সিংহ। বুধবার এমনটাই দেখা গেল কেশিয়াড়িতে, সিপিএমের কৃষক সংগঠন কৃষকসভার জেলা সম্মেলনের সমাবেশে। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের দু’টি গোষ্ঠী। এক দিকে দীপক সরকারের অনুগামীরা। অন্য দিকে, সূর্যকান্ত মিশ্রের অনুগামীরা। যদিও দলীয় নেতৃত্ব এই গোষ্ঠীর কথা মানতে নারাজ। তাপসবাবু সূর্য-অনুগামী বলে পরিচিত। ফলে, দলের যুব সংগঠন ডিওয়াইএফের সর্বভারতীয় সম্পাদকের পদে থাকাকালীনও জেলায় দলের অন্দরে সে ভাবে গুরুত্ব পেতেন না। সম্প্রতি, তাঁকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য করা হয়েছে। দীপক সরকারের সঙ্গে সূর্যবাবুর ‘বিরোধ’ অবশ্য আজকের নয়। মন্ত্রী হয়ে সূর্যবাবু রাজ্য- রাজনীতিকে পা রাখার আগে থেকেই সেই ‘বিরোধ’ রয়েছে। বুধবার তাই এই তিন নেতাকে একই মঞ্চে দেখে দলের কর্মী-সমর্থকদের অনেকেই আলোচনা শুরু করে দেন। এ দিন প্রথমে পৌঁছন দীপকবাবু। তারপর তাপসবাবু। দু’জন বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপর আসেন সূর্যকান্তবাবু। মঞ্চেই তাঁর সঙ্গে দীপকবাবুর কথা হয়। সিপিএমের এক জেলা নেতার মন্তব্য, “শেষ কবে এই তিন জনকে প্রকাশ্যে এক মঞ্চে দেখা গিয়েছে, মনে পড়ছে না। তবে দলের অন্দরে কোনও গোষ্ঠী নেই। এ সব অপপ্রচার।”

লঞ্চে আটকে তিনশো যাত্রী
নন্দীগ্রাম ও খেজুরির যাত্রী বোঝাই লঞ্চ আটকে পড়ল দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপের চরে। বেশ কয়েক ঘণ্টা আটকে থাকার পরে বিকেল ৩টে নাগাদ আর একটি লঞ্চ এনে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় সাগর ও কাকদ্বীপ থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “লঞ্চটির বহনক্ষমতা দেড়শো যাত্রী। সেখানে তিনশো যাত্রী নিয়ে যাচ্ছিল। লঞ্চের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এ দিন সকালে খেজুরি ও নন্দীগ্রামের মাঝে তালপাটি খাল থেকে একটি লঞ্চ রওনা দেয় কাকদ্বীপের উদ্দেশে। পথে ভাটার সময় ঘোড়ামারা দ্বীপের চরে আটকে যায় লঞ্চটি। এক দিকে হেলে যাওয়ায় কিছু যাত্রী জলে পড়েও যান। তবে, কারও কিছু হয়নি। এক যাত্রী ফোনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ-প্রশাসন উদ্ধারকাজে নামে। কাকদ্বীপের মহকুমাশাসক অমিতকুমার নাথ বলেন, “যাত্রীদের উদ্ধার করা হয়েছে। জোয়ার এলে লঞ্চটিকেও উদ্ধার করা হবে।”

কৃষি সমবায়ের সুবর্ণজয়ন্তী উৎসব
পঞ্চাশ পেরোল পটাশপুরের এক কৃষি সমবায়। পটাশপুর ২ ব্লকের আড়গোয়াল পল্লিশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির তিন দিনের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হল বুধবার। উদ্বোধন করেন ত্রিদিব সর। উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর, বরেন্দ্রনাথ পাত্র প্রমুখ। বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের। তাতে যোগ দেন এলাকার স্ব-সহায়ক দলের সদস্যা, সমবায় সমিতির সদস্য ও স্থানীয় মানুষ। উৎসবের তিন দিনে রয়েছে কৃষি নিয়ে আলোচনা, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য নিয়ে আলোচনাসভা, সমিতি প্রাঙ্গণে মাটি পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন, কিষান সেবা কেন্দ্র, পেট্রোল ও ডিজেল পাম্পের উদ্বোধন, রক্তদান শিবির, কৃষিক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য ১৫ জন কৃষককে সম্মান জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সুতাহাটায় ছাত্র-যুব উৎসব
বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষে এ বার ব্লক স্তরেও শুরু হল বিবেক ছাত্র-যুব উৎসব। বুধবার বিকেলে হলদিয়ার সুতাহাটা ব্লকের পার্বতীপুর পতিতপাবনী উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন করেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের মহারাজ স্বামী শুদ্ধাত্মানন্দজি। ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণেন্দু পাত্র, ব্লক যুব আধিকারিক মহেশ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ দাস প্রমুখ। মেলার পাশাপাশি আয়োজন রয়েছে আলোচনাচক্র, ক্রীড়া প্রতিযোগিতারও। এলাকায় তাজা মাছ ফেরির জন্য ৫০ হাজার টাকা ব্যায়ে একটি মৎস্যযানের উদ্বোধন করা হয় এ দিন। এছাড়া ওই বিদ্যালয়েই সুসংহত উন্নয়ন প্রকল্পে পাঁচ লক্ষ টাকা ব্যায়ে সংখ্যালঘুদের জন্য ও চার লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে সর্বশিক্ষা মিশনের টাকায় তৈরি করা পৃথক দু’টি শ্রেণিকক্ষের উদ্বোধন করেন সহ-সভাধিপতি মামুদ হোসেন।

গিধনিতে মেলার উদ্বোধনে দুই মন্ত্রী
মিলন মেলা শুরু হল গিধনিতে। গিধনি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এই মেলার উদ্বোধন হয় বুধবার। মেলার উদ্বোধন করেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। অনুষ্ঠানে ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদাও। ৩১ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিন মেলা উদ্বোধনের আগে জামবনি ব্লক অফিসে উন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে যোগ দেন দুই মন্ত্রী। মানুষের স্বার্থে প্রয়োজনে প্রশাসনকে দোরগোড়ায় পৌঁছতে হবে বলে দু’জনেই অভিমত প্রকাশ করেন।

চ্যাম্পিয়ন ঝাড়গ্রাম
জঙ্গলমহল কাপের মহিলা বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন হল ঝাড়গ্রাম পুলিশ জেলা। বুধবার বেলপাহাড়ির মুরুকুটু মাঠে ফাইনালে তারা বাঁকুড়া পুলিশ জেলার মুখোমুখি হয়। ১৩-০ গোলে ম্যাচটি জেতে ঝাড়গ্রাম। আগামী জানুযারিতে আইএফএ-র একটি মহিলা ফুটবল দল ঝাড়গ্রামে আসছে। জঙ্গলমহল কাপে চ্যম্পিয়ন হওয়ার সুবাদে ঝাড়গ্রাম মহিলা দলটি তাদের মোকাবিলা করবে।

ক্রিকেট টুর্নামেন্ট
বাখরাবাদ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল বুধবার। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর আগে এ দিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

শিবির
জাতীয় সেবা প্রকল্পে বাজকুল মিলনী কলেজে গত শনিবার থেকে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী শীতকালীন শিবির। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যনারায়ণ সাউ জানান, ১৫০ জন ছাত্রছাত্রী গ্রামে গ্রামে স্বাস্থ্য সচেতনতা, সাফাই অভিযানে যোগ দিচ্ছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.