|
|
|
|
|
|
|
আমার বয়স ৩৪ বছর। আমি একটি পেনশন পলিসি করতে চাই। ইচ্ছে, মাসে ৪০,০০০ টাকা পেনশন পাওয়ার। কী ভাবে করব? আমার স্ত্রীর নামে কি পেনশন পলিসি করা যাবে?
কৌশিক বরুয়া, বালি
পেনশন পেতে হলে যে শুধুমাত্র কোনও পেনশন ফান্ডেই টাকা রাখতে হবে, তা কিন্তু নয়। ভেবে দেখতে পারেন পিপিএফের কথাও। ১৫ বছর ধরে এখানে বছরে ১ লক্ষ টাকা করে দিলে তা বড় অঙ্ক দেবে। রয়েছে ভাল সুদ পাওয়ার সম্ভাবনাও। মনে রাখবেন মেয়াদ শেষের টাকা কিন্তু সম্পূর্ণ করমুক্ত।
তবে মাসে যত পেনশন চাইছেন, তাতে আপনার অবসর নেওয়ার সময় কমপক্ষে ৫৬ লক্ষ টাকা জমতে হবে (আজকের টাকার দামে)। অন্য কোনও পেনশন প্রকল্পে টাকা ঢালতে পারেন। মনে রাখবেন বেশির ভাগ প্রকল্পই কিন্তু শেয়ার বাজারের ওঠাপড়ার উপর নির্ভরশীল। ফলে এ ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকে। ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস-এর আওতায় পেনশন প্রকল্পে টাকা রাখলেও, তা বাজারের উপর নির্ভর করবে।
আপনি স্ত্রীর নামে পেনশন প্রকল্প চালু করতেই পারেন। আবার নিজের নামে তা খুলে স্ত্রীকে নমিনি করতে পারেন।
|
|
আমি নিউটাউনের একটি আবাসনে বাস করি। আবাসনের মালিকদের সংগঠনই এখানকার জন্য মাসিক রক্ষণাবেক্ষণ খরচ নির্ধারণ করে। আমার প্রশ্ন—
১) এই খরচ নির্ধারণের কি কোনও নির্দিষ্ট মাপকাঠি আছে?
২) কোন ‘এরিয়া’র ভিত্তিতে এই খরচ নির্ধারণ করা হয়?
এম পি কুমার, নিউটাউন
১) আবাসনগুলির মাসিক রক্ষণাবেক্ষণ খরচ নির্ধারণ করার নির্দিষ্ট কোনও মাপকাঠি নেই। গোটা বিষয়টি ঠিক করে আবাসনের নির্মাতা সংস্থা। সাধারণত প্রতি বর্গ ফুট জায়গার জন্য এক টাকা থেকে পাঁচ টাকা নেওয়া হয়। কী ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে, তার উপর এই চার্জ বাড়ে-কমে।
২) সুপার-বিল্ট এরিয়ার উপরেই চার্জ ধরা হয়। অধিকাংশ ক্ষেত্রে প্রকল্পের অ্যালটমেন্ট লেটারেই রক্ষণাবেক্ষণের খরচ উল্লেখ করা থাকে। পরে সাধারণত আবাসিকদের সংগঠন তা নির্ধারণ করে।
|
|
রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিমে কর ছাড় পাওয়ার জন্য ফর্ম কোথায় পাব? এর জন্য কি ডি-ম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে?
বিশ্বনাথ সিংহ, কলকাতা
এর জন্য আলাদা করে কোনও ফর্ম ভরার প্রয়োজন নেই। এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি হলে, প্রথমে ডি-ম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। তার পর ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে ব্রোকারেজ সংস্থার কাছে। সেখানে শেয়ার লেনদেন করলে, তার সার্টিফিকেট ওই সংস্থার কাছে পাঠিয়ে দেবে এনএসডিএল। সংস্থা তা দেবে আপনাকে। তার ভিত্তিতেই করছাড় পাবেন আপনি। |
|
|
|
|
|