টুকরো খবর
জৈব পদ্ধতিতে চাষে উৎসাহ
জৈব পদ্ধতিতে চাষে কৃষকদের উৎসাহ দিতে এ বার ‘এস্টাবলিসমেন্ট রুরাল বায়ো রিসোর্স কমপ্লেক্স’ চালু হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। জৈব সার তৈরি থেকে চাষের পদ্ধতি, মাশরুম চাষের খুঁটিনাটি কৃষকদের হাতে কলমে শেখানো, চাষের উপকরণের একাংশ সরবরাহ করা হবে এই প্রকল্পে। বেশ কিছু মাছ চাষের পদ্ধতি, মাছের পোনা, সরঞ্জামও উৎসাহীদের এখান থেকে দেওয়া হবে। কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের আর্থিক সহায়তায় রাজ্যে উত্তরবঙ্গেই প্রথম এই প্রকল্প চালু হচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রাণীবিদ্যা বিভাগ এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগেই এই প্রকল্প। আপাতত ৩ বছরের জন্য চালু হচ্ছে। যার জন্য প্রায় ১ কোটি টাকা বরাদ্দ মিলেছে। আগামী ২৮ নভেম্বরও ওই কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলির প্রত্যন্ত এলাকা থেকে উৎসাহী চাষিদের তালিকাভুক্ত করার কাজ চলছে। উৎসাহীরা জেলার কৃষি বিকাশ কেন্দ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কোচবিহারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েও যোগাযোগ করতে পারবেন। তা ছাড়া প্রত্যন্ত এলাকার চাষিদের মধ্যে এ ব্যাপারে উৎসাহ বাড়াতে শিবির এবং প্রচার অভিযান করছেন উদ্যোক্তারা। সেখানে তাঁদের কাছেও সরাসরি নাম নথিভুক্ত করানো যাবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক তথা প্রকল্পের মুখ্য গবেষক বিশ্বনাথ চক্রবর্তী জানান, রাজ্যে উত্তরবঙ্গেই প্রথম এই প্রকল্প চালু হচ্ছে। প্রথম পর্যায়ে ন্যুনতম ২ হাজার কৃষককে জৈব চাষের পদ্ধতি, সার তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।

পরিষেবা বেহাল, ক্ষোভ
দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় বিএসএনএল-এর পরিষেবা বেহাল হয়ে পড়েছে। শনিবার দুপুর থেকে প্রায় ২৬ ঘণ্টা ধরে জেলায় বিএসএনএলের যাবতীয় পরিষেবা স্তব্ধ বলে অভিযোগ। বিএসএনএলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার সন্দীপ ঘোষ জানান, অপটিক্যাল ফাইবার কেবল কেটে যাওয়ায় সমস্যার সূত্রপাত। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট কর্তাদের জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কাজ হচ্ছে না।” গ্রাহকদের অভিযোগ, প্রায় এক মাস ধরে টেলি পরিষেবা বেহাল। ব্যাঙ্ক, রেল, ডাকঘর সহ যাবতীয় জরুরি বিভাগের কাজকর্ম শিকেয় উঠেছে। বালুরঘাটের এসডিও (টেলিফোনস) নীতিন সরকার বলেন, “আমি মোবাইল বিভাগ দেখি না। তাই কিছু বলতে পারব না।” রায়গঞ্জে বিএসএনএলের প্রধান অফিস। ফলে বালুরঘাটের সমস্যা নিয়ে কর্তৃপক্ষের তেমন হেলদোল নেই বলে অভিযোগ। ১৯৯২ সালে পশ্চিম দিনাজপুর ভাগ হয়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর গঠিত হয়। তবে টেলিফোনের ডিভিশন অফিস ভাগ হয়নি। বালুরঘাটের আরএসপি সাংসদ প্রশান্ত মজুমদার দ্রুত বালুরঘাটে বিভাগীয় অফিস স্থাপনের জন্য বিএসএনএল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।

স্কুলে বিক্ষোভ
মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাশের দাবিতে স্কুলে বিক্ষোভ দেখাল একদল অনুত্তীর্ণ পরীক্ষার্থী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে কোচবিহার কোতোয়ালি থানার কোনামালি সন্তরাদেবী হাইস্কুলে। পুলিশ গিয়ে ওই ছাত্রদের সরিয়ে দেয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, টেস্ট পরীক্ষায় ৬ জন টেস্টে অকৃতকার্য হন। এ দিন স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। শিক্ষক-শিক্ষিকারা স্কুল থেকে অনেকে বাড়ির দিকে রওনা হন। স্কুলে অফিস খোলা ছিল। সেই সময় মাধ্যমিকের টেস্টে অকৃতকার্য একদল ছাত্র আচমকা স্কুলে ঢুকে পাশ করানোর দাবি জানায়। প্রধান শিক্ষিকা শ্রাবণী মজুমদার বলেন, “মাধ্যমিকের টেস্টে কয়েকজন ছাত্র ফেল করেছিল। তাঁদের কয়েকজন স্কুলে ঢুকে পাশের দাবি জানায়। সেই সময় আমরা স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলাম। স্কুল থেকেই ঘটনার কথা পুলিশে জানানো হয়।” জেলার পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “ঘটনার কথা জানা নেই। খোঁজ নিচ্ছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.