দিল্লি ধর্ষণ-কাণ্ডের ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে বাঁকুড়া শহরে পৃথক ভাবে মিছিল ও পথসভা করল ডিওয়াইএফ ও এসইউসি। সোমবার দুপুরে বাঁকুড়া শহরের বঙ্গবিদ্যালয় থেকে মিছিল করে মাচানতলা মোড়ে পথসভা করে এসইউসি। এ দিন, বিকেলে শহর পরিক্রমা করে মাচানতলার মোড়ে পথসভা করে ডিওয়াইএফ।
|
হাসপাতাল চরে মাতলামি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম চন্দন দাস। তিনি বাঁকুড়ার লোকপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে মদ্যপ অবস্থায় চন্দনবাবু হাসপাতালের বহির্বিভাগের সামনের একটি এটিএমে ঢুকে ভাঙচুর চালাতে যান বলে অভিযোগ। পরে হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা তাঁকে প্রতিহত করেন। সোমবার সকালে বাঁকুড়া পুলিশ চন্দনবাবুকে তাঁর বাড়ি থেকে তুলে থানায় নিয়ে গিয়ে আটক করে এবং পরে গ্রেফতার করে।
|
বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) পড়ুয়াদের শনাক্তকরণ শিবির হয়ে গেল মানবাজার হাইস্কুলে। শনিবার ওই শিবিরে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন পড়ুয়ার শারীরিক পরীক্ষা করা হয়। পরে তাদের সহায়ক সরঞ্জাম দেওয়া হবে বলে জানানো হয়। পুরুলিয়া সর্বশিক্ষা মিশন ওই শিবিরের আয়োজন করেছিল। শিবিরে মানবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ সিং হাঁসদা, মানবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মাণ্ডি প্রমুখ ছিলেন। |