গড়ার বদলে ভাঙাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সুনাম রয়েছে— এ ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পুরুলিয়া ২ ব্লকের ছড়রা রথতলা ময়দানে সারা ভারত কৃষকসভার অষ্টাদশ পুরুলিয়া জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সূর্যবাবু বলেন, “ইনি (মমতা) অতীতে বাস ভেঙেছেন, অ্যাম্বুলেন্স ভেঙেছেন। তার পর পঞ্চায়েত ভেঙেছেন, সমবায় ভেঙেছেন। এখন নিজের সরকার ভাঙা বাকি আছে!” |
মুখ্যমন্ত্রীর ঘোষণা ও প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। বলেছেন, “মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ব্লকে ব্লকে কিষাণ মান্ডি হবে। আমরা বিধানসভায় কৃষিমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম, কোথায় কিষাণ মান্ডি হয়েছে। উনি শুধু ধানাই-পানাই করে গেলেন। প্রথমে বললেন টেন্ডার হয়েছে, কাজ চলছে। শেষে বললেন এখনও কিছু হয়নি।” কলকাতা বিশ্ববিদ্যালয়ে বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হেনস্থা হওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেও আঙুল তুলেছেন সূর্যবাবু। তাঁর মন্তব্য, “মারামারি এখন আর পুরুলিয়া, বর্ধমানে থেমে নেই। কলকাতাতেও শুরু হয়েছে।”
বেআইনি অর্থসংস্থার উপরে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই অভিযোগ করে তিনি বলেন, “চিটফান্ডের সরকার চলছে। লক্ষ লক্ষ বিনিয়োগকারী, এজেন্ট, ছেলেমেয়ের ভবিষ্যৎ বিপদের মুখে।”
এ দিনের সমাবেশে সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। উপস্থিত ছিলেন দলের বাঁকুড়া জেলা সম্পাদক অমিয় পাত্র, পুরুলিয়া জেলা সম্পাদক মণীন্দ্র গোপ, বর্ষীয়ান নেতা নকুল মাহাতো। কনকনে শীত উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ এসেছিলেন। |