টুকরো খবর
দুঃস্থ, অবসরপ্রাপ্ত লোকশিল্পীদের জন্য ভাতার দাবি
সারাভারত কীর্তন ও ভক্তিগীতি শিল্পীসংসদের পরিচালনায় দক্ষিণ ২৪ পরগনায় অনুষ্ঠিত হয়ে গেল শিল্পী সম্মেলন। রবিবার এই সম্মেলন অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে। উপস্থিত ছিলেন এই সংসদের সম্পাদক সিদ্ধার্থশেখর দাস, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী মন্টুরাম পাখিরা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংসদের সম্পাদক সিদ্ধার্থশেখর দাস বলেন, “আমরা যারা বাউল, কীর্তন, কাওয়ালি গান করে থাকি তারা সকলেই সরকারি সাহায্য থেকে বঞ্চিত, অবহেলিত। তাই আমাদের দাবি, দুঃস্থ ও অবসরপ্রাপ্ত শিল্পীদের বেঁচে থাকার জন্য ন্যূনতম ভাতা প্রদান করা হোক। পাশাপাশি জীবনবিমার সুবিধা এবং সরকারি যানবাহনেও যাতায়াতে ছাড়ের ব্যবস্থা করা হোক। যোগ্য শিল্পীদের সরকারি পুরস্কার দেওয়া হোক।” দক্ষিণ ২৪ পরগনায় ওই শিল্পী সংস্থার সম্পাদক কৃষ্ণপদ হালদার বলেন, “এই প্রথম এই ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের সব জেলা থেকে আমাদের প্রতিনিধিরা এসেছেন এই সম্মেলনে। আমাদের দাবি সংগঠিত ভাবে সরকারের কাছে তুলে ধরতে আগামী দিনে সব জেলায় এ ধরনের সম্মেলন হবে।”

কেক কারখানা ভস্মীভূত
ছবি: নির্মল বসু।
বড়দিনের আগেই আগুনে পুড়ে গেল একটি কেক তৈরির কারখানা। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোয়ালপোতায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কারখানার মালিক উৎপল দে-র দাবি, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তের পরে দমকল কর্মীদের অনুমান, বিদ্যুতের লাইনে শর্ট শার্কিটের ফলেই আগুন ধরে যায়। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কারখানার ছাদ ভেঙে পড়েছে। উৎপলবাবুর ভাইপো বাবু দে বলেন, “বড়দিনে কেকের চাহিদার কথা মাথায় রেখে প্রচুর কেক তৈরি করা হয়েছিল। বাইরে থেকেও কেক আনা হয়েছিল। রবিবার রাত ১২টা নাগাদ আমরা কারখানায় তালা দিয়ে বাড়ি চলে যাই। রাত ১টা নাগাদ খবর পাই কারখানায় আগুন লেগেছে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শুরু হল বসিরহাট উৎসব
শনিবার থেকে বসিরহাট স্টেডিয়ামে শুরু হয়েছে সপ্তম বর্ষের ‘বসিরহাট উৎসব’। প্রথম দিন এই উপলক্ষ্যে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন বসিরহাটের মহকুমাশাসক শ্যামল মণ্ডল। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মিহির বসু, সাহিত্যিক পরেশ ভট্টাচার্য প্রমুখ। মেলায় শতাধিক স্টল হয়েছে। শিশু-কিশোরদের জন্য নাগরদোলা-সহ নানা বিনোদনের ব্যবস্থা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, মেলার বিভিন্ন দিনে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।

রাস্তা তৈরির কাজ শুরু
সুন্দরবন উন্নয়ন পর্ষদের টাকায় ক্যানিং পশ্চিম বিধানসভার ৬টি এলাকায় কংক্রিটের রাস্তা তৈরির কাজ শুরু হল সোমবার। ক্যানিং হাসপাতাল মোড়ে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল। শ্যামলবাবু বলেন, “আমার বিধানসভা এলাকায় অনেকগুলি রাস্তার কাজের অনুমোদন পাওয়া গিয়েছে। পর্যায়ক্রমে আরও কাজ শুরু হবে।”

বৃদ্ধা উদ্ধার
বারুইপুর থানার ফুলতলার রাস্তায় সোমবার ভোরে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল। পরে পুলিশ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের অনুমান, তিনি মানসিক ভারসাম্যহীন। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, “স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওই বৃদ্ধার শারীরিক পরীক্ষা করেছেন।” তিনি জানান, বৃদ্ধার শরীরে সংক্রমণ ছিল। তা থেকেই রক্তপাত হয় বলে অনুমান চিকিৎসকদের। তাঁর সঙ্গে কথা বলে ঠিকানা জানার চেষ্টা চলছে।

ক্যানিংয়ে মিছিল
দিল্লিতে ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রতিবাদ মিছিল করল ‘অহনা’ নামের একটি মহিলা সংগঠন। মিছিলে উপস্থিত ছিলেন প্রায় ২০০ মহিলা। মিছিলটি বাসন্তী বাজার-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.