ছাত্র সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল বেথুয়াডহরি কলেজে। সোমবার দুপুর একটা নাগাদ বহিরাগত কিছু যুবক আচমকা কলেজে ঢুকে তৃণমূল ছাত্র পরিচালিত ছাত্র সংসদের সহকারি সাধারণ সম্পাদক অনুপ সাহা, ক্রীড়া সম্পাদক সাহাবুল মণ্ডল-সহ বেশ কয়েক জনের উপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় জখমেরা বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। কলেজ কর্তৃপক্ষ সমস্ত ঘটনা জানিয়ে নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শনিবার কলেজ সংলগ্ন চ্যাঙা গ্রামের এসএফআই সমর্থক এক ছাত্রকে মারধর করে ছাত্র সংসদের প্রতিনিধিরা। তার জেরে আজ প্রহৃত ওই ছাত্র বাইরে থেকে লোক এনে কলেজে হামলা চালিয়েছে। হামলাকারীদের মারে মাথায় চোট পেয়েছেন অনুপ সাহা। তিনি বলেন, “শনিবার এসএফআই সমর্থক এক পড়ুয়া ছাত্র সংসদের সামনে সিগারেট খাচ্ছিল। পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজও করছিল। আমরা ওই ঘটনার প্রতিবাদ করলে ছোট একটা গণ্ডগোল হয়। তার পর সে সোমবার বাইরে থেকে লোক এনে উইকেট, বাঁশ নিয়ে আমাদের উপর চড়াও হয়।”
অভিযোগ অস্বীকার করে এসএফআই-র জেলা সম্পাদক জাহাঙ্গির আলি বিশ্বাস বলেন, “আমাদের কোনও সমর্থক এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এটা নবীণ বরন অনুষ্ঠান উপলক্ষে টাকা পয়সা ভাগ বাঁটোয়ারাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীবিবাদের ফল।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুহাস রায় বলেন , “দু’দল ছাত্রের মধ্যে ঝামেলার জেরে কলেজে উত্তেজনা ছড়ায়। পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছি।” |