টুকরো খবর |
বাসকর্মী প্রহৃত, বাস বন্ধ গৌরাঙ্গ সেতুতে |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
বাস মালিক সমিতির কর্তার হাতে এক বাসকর্মী প্রহৃত হওয়ার প্রতিবাদে নবদ্বীপ-কৃষ্ণনগর ভায়া গৌরাঙ্গ সেতু রুটের বাসকর্মীরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বাসকর্মী সংগঠনের সম্পাদক মনোতোষ দাস বলেন, “রবিবার সন্ধ্যায় নদিয়া জেলা বাস মালিক সমিতির সম্পাদক খোকন দাস এক বাসকর্মীকে বিনা প্ররোচনায় বেধড়ক মারধর করেন। তার প্রতিবাদে আমরা অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বাসকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলবে না।” জানা গিয়েছে, খোকনবাবু নিজেই কৃষ্ণনগর-বেনাচিতি রুটের একটি বাসের মালিক। এ দিন বিকেলে খোকনবাবুর বাসটি নির্দিষ্ট সময়ের আগে এসে নবদ্বীপ রেলগেটে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। পিছনে ছিল কৃষ্ণনগর-বাবলারি রুটের একটি লোকাল বাস। স্বাভাবিক ভাবেই ওই লোকাল বাসের কর্মীরা এই অন্যায়ের প্রতিবাদ জানায়। তার পর দু’টি বাসই কৃষ্ণনগরে পৌঁছলে খোকনবাবু সাঙ্গোপাঙ্গ নিয়ে বাবলারি রুটের বাসকর্মীর উপর চড়াও হন। নদিয়া জেলা বাস মালিক সমিতির সদস্য অসীম দত্ত বলেন, “একটা গণ্ডগোল হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে খুব শ্রীঘ্রই তা মিটিয়ে নিয়ে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।”
|
দুর্ঘটনায় মৃত্যু, জখম ৫ জন |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ছোট ট্রাক উল্টে মৃত্যু হয়েছে মৃগাঙ্ক মণ্ডল (৫৪) নামে এক ছানা ব্যবসায়ীর। রবিবার রাতের ওই দুর্ঘটনায় আরও ৫ জন জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, ট্রাকটি কান্দি থেকে কুলির দিকে যাচ্ছিল। হঠাৎই পিছন থেকে অন্য একটি বড় ট্রাকের ধাক্কায় ছোট ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান মৃগাঙ্কবাবু। জখম হয়েছেন জনা পাঁচেক। ট্রাকের খালাসি অভিজিৎ ঘোষ আহত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বলেন, “ঘন কুয়াশায় গাড়ি ধীরেই চলছিল। কিন্তু একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের ট্রাকটি উল্টে যেতেই এই বিপত্তি।” কান্দির এসডিপিও সন্দীপ মণ্ডল বলেন, “মনে হচ্ছে কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।”
|
তৃণমূলের হার |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সামশেরগঞ্জের দিঘরি হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ৬টি আসনের মধ্যে ৩টি আসন পেয়েছে বামেরা। বাকি ৩টিতে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থীরা। সুতির গোঠা হাইস্কুলের ৬টি আসনের সবকটিতেই জয়লাভ করেছে কংগ্রেস। এ ছাড়াও সাদিকপুর হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে ৩টি আসন পেয়েছে বামেরা। বাকি ৩টিতে জয়ী হয়েছে কংগ্রেস। তিনটি স্কুলেই প্রার্থী দিলেও তৃণমূল কোনও আসন পায়নি।
|
স্কুল নির্বাচনে মিশ্র ফলাফল |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রানাঘাটের নাসারা হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে কংগ্রেস। চাকদহের বিষ্ণুপুর বালিকা বিদ্যালয়ের নির্বাচনে ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। মাঝেরগ্রাম আব্দুল আজিজ হাইস্কুলে ৬টি আসনের প্রতিটিতেই জিতেছে তৃণমূল প্রার্থীরা। বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমিক সমস্ত আসনেই জিতেছে তৃণমূল। পায়রাডাঙ্গা ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ ফর গার্লসের পরিচালন সমিতির নির্বাচনে সব আসনে জয়ী তৃণমূল।
|
জয়ী তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
চাকদহের বিষ্ণুপুর বালিকা বিদ্যালয়ের নির্বাচনে ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। মাঝেরগ্রাম আব্দুল আজিজ হাইস্কুলে ৬টি আসনের প্রতিটিতেই জিতেছে তৃণমূল প্রার্থীরা। বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমিক সমস্ত আসনেই জিতেছে তৃণমূল। পায়রাডাঙ্গা ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ ফর গার্লসের পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনে জিতেছে তৃণমূল।
|
পুরসভার সমালোচনা |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রবিবার রানাঘাটে আরএসপি-র মহিলা সংগঠন নিখিলবঙ্গ মহিলা সংঘের আঞ্চলিক কমিটির সম্মেলনে শতাধিক প্রতিনিধি হাজির ছিলেন। সম্মেলনে হাজির ছিলেন সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি আরতি রাউত, আরএসপির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুবীর ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিনিধিরা অভিযোগ করেন, তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভায় উন্নয়নের কাজ থমকে গিয়েছে।
|
দেহ উদ্ধার |
নিজেরই চায়ের দোকান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল ধুবুলিয়া থানার পুলিশ। মৃতের নাম রাজু দাস (২৫)। বাড়ি ধুবুলিয়ার ২৩ নম্বর কলোনিতে। পুলিশ জানিয়েছে, ধুবুলিয়া বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘ দিন ধরে একটি চায়ের দোকান চালাতেন। রাতে তিনি দোকানেই থাকতেন। সোমবার সকালে চা খেতে গিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। |
|