|
|
|
|
কাঁথিতে দিব্যেন্দুর স্কুলে ভোটে জিতল সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
তৃণমূলের খাসতালুক কাঁথির স্কুল ভোটে জিতল সিপিএম। যে স্কুলে পরিচালন সমিতির সম্পাদক খোদ দক্ষিণ কাঁথির তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী। রবিবার কাঁথি ১ ব্লকের মহিষাগোট শহিদ স্মৃতি বিদ্যামন্দিরে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের সব ক’টিতেই সিপিএম সমর্থিত প্রার্থীরা জেতেন। স্কুলের পরিচালন সমিতিতে মাত্র দু’টি আসনে সিপিএমের প্রতিনিধি ছিলেন। সমিতির বাকি সকলেই ছিলেন তৃণমূলের। শীর্ষে ছিলেন অধিকারী বাড়ির ছেলে। তা সত্ত্বেও এই ফলাফলে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।
রবিবারই কাঁথি ১ ব্লকের পিছাবনি বানী নিকেতন উচ্চমাধ্যমিক স্কুলে পরিচালন সমিতির ৬টি আসনের মধ্যে ৩টি আসনে জয়ী হয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা।
চণ্ডীপুরের মুরাদপুর লোক শিক্ষা নিকেতনের পরিচালন সমিতি তৃণমূলের দখলে ছিল। রবিবার স্কুল ভোটে তিনটি আসনে জিতে যায় সিপিএম। অভিযোগ, তারই উচ্ছ্বাসে স্থানীয় সিপিএম সমর্থকেরা এ দিন রাতে দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম প্রধানকে ব্যাপক মারধর করেন। তাঁকে উদ্ধার করে চণ্ডীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। পরে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহি স্কুল ভোট নিয়ে ওই এলাকায় দু’পক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছে বলে মেনে নিলেও প্রধানকে মারধর করার অভিযোগ মানেননি।
এ দিকে, রবিবারই কাঁথি-৩ ও রামনগরের দু’টি ব্লকে একটি করে মোট তিনটি স্কুলে জিতেছে তৃণমূল। কাঁথি ৩ ব্লকের মারিশদা কন্যা বিদ্যাপীঠ, রামনগর ১ ব্লকের দিঘা বিদ্যাভবন ও রামনগর ২ ব্লকের রামনগর রাও স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সব ক’টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। পাঁশকুড়ার হাঁড়িঝামা হাইস্কুলে ৬টা আসনেই জিতেছে তৃণমূল।
ভগবানপুর ১ ব্লকের আশুতিয়া সরোজিনী বিদ্যাপীঠে ছ’টি আসনে জয়ী হয় সিপিএম। গতবারও ক্ষমতায় ছিল তারা। আবার এলাকারই উমেশ্বরী বালিকা বিদ্যালয়ে ছ’টি আসনে জয়ী হয় তৃণমূল। গত বারও ক্ষমতায় ছিল এরাই। এগরা ২ ব্লকের দক্ষিণচক হাইস্কুলে গতবার ক্ষমতায় ছিল তৃণমূল। এ বার ছ’টি আসনের মধ্যে পাঁচটি পেয়েছে তৃণমূল ও একটি সিপিএম। দুবদা দেশপ্রাণ বিদ্যাপীঠে গতবার সব ক’টি আসনে জয়ী হলেও এ বার ছ’টি মধ্যে পাঁচটি আসনেই হারল তৃণমূল। বিরোধী সব পক্ষ মহাজোট করায় এই বিপর্যয় বলে দাবি তৃণমূলের। |
|
|
|
|
|