নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কাজ না পেয়ে বিক্ষোভ দেখাল পুলিশের অধীনে কর্মরত এনভিএফরা (জাতীয় স্বেচ্ছাসেবী বাহিনী)। সোমবার মেদিনীপুরে জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন তাঁরা। অভিযোগ, একটানা তিন মাস কাজ দেওয়ার পর তিন মাস কাজ দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুমন ঘোষ বলেন, “এনভিএফদের এ ভাবেই ঘুরিয়ে ফিরিয়ে কাজ দেওয়া হয়। কয়েকজন একটানা কাজ করবেন আর বাকিরা বসে থাকবেন, তা তো হতে পারে না। ভবিষ্যতে যদি আরও বেশি এনভিএফ প্রয়োজন হয়, তখন আরও বেশি দিন কাজ দেওয়া হবে।” |
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, জঙ্গলমহল থেকে পুলিশে পাঁচ হাজার এনভিএফ নিয়োগ করা হয়েছে। যার সিংহভাগ নিয়োগ হয়েছে পশ্চিম মেদিনীপুরে এনভিএফের প্রায় বারোশো পদ রয়েছে। আগে থেকে অনেকেই এই পদে কাজ করছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর যে নিয়োগ হয়েছিল, তার প্রথম দফায় ৯১৭ জন প্রশিক্ষণ নেন। এতদিন তাঁদের কাজ দেওয়া হয়েছে। সম্প্রতি আরও ১১৯৭ জন প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তাঁদের কাজ দিতে গিয়েই প্রথম দফার ৯১৭ জনকে আগামী তিন মাস কাজ দেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
প্রশাসনিক এই সিদ্ধান্তের প্রতিবাদেই প্রথম ও দ্বিতীয় দফার এনভিএফরা এ দিন বিক্ষোভে সামিল হন। প্রথম দফার এনভিএফদের কথায়, “আমাদের কেউ কারখানায় কাজ করতাম, তা ছেড়ে দিয়ে এসেছি। একটানা তিন মাস কাজ না পেলে তো বিপাকে পড়ে যাব।” দ্বিতীয় দফার কর্মীরা তো কাজ পাবেন। তবে তাঁরা কেন আন্দোলনে? দ্বিতীয় দফায় প্রশিক্ষণ নেওয়া যুবকদের কথায়, “ক’দিন পর তো আমাদেরও বসতে হবে। আবার যদি তৃতীয় ধাপেও প্রশিক্ষণ নেওয়ার পর আরও অনেকে আসেন তখন তো বছরে ৬ মাসও কাজ পাব না! তাহলে সংসার চলবে কী করে?” |