তদন্তের স্বার্থে লাভপুরে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত গোপাল শেখকে নিজেদের হেফাজতে নিল পুলিশ। কয়েক দিন আগেই লাভপুরের বিধায়ক, তৃণমূলের মনিরুল ইসলামের ঘনিষ্ঠ গোপাল শেখ ও তার অনুগামীদের হাতে লাভপুরের ব্রাহ্মণী গ্রামের দলেরই বুথ কমিটির সভাপতি চিত্তরঞ্জন মণ্ডল খুন হন বলে অভিযোগ। ওই খুনে গোপাল-সহ ২৯ জনের বিরুদ্ধে লাভপুর থানায় অভিযোগ দায়ের করেন নিহতের বাবা ধ্বজাধারী মণ্ডল। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। তৃণমূলের জেলা সম্পাদক দেবাশিস ওঝা-র নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হয় জেলার পুলিশ সুপারকে। সম্প্রতি গোপন সূত্রে পুলিশ খবর পায়, চেন্নাইয়ে একটি স্টিল কারখানায় কাজ নিয়েছে গোপাল। সেখান থেকে তাকে ‘ট্রানজিট রিমান্ডে’ গ্রেফতার করে নিয়ে আসে বীরভূম জেলা পুলিশের একটি দল। রবিবার তাকে বোলপুর এসিজেএম আদালতে হাজির করানো হলে ধৃতকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, গোপাল শেখকে জেরা করে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের খোঁজ ও অন্যান্য অভিযুক্তদের খোঁজ চালাবে পুলিশ।
|
ছিনতাইয়ের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সারিক শেখ (৩০)। বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। রবিবার সারিককে বর্ধমানের কেতুগ্রাম থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ ডিসেম্বর রাতে লাভপুরের লাঘাটা রেলব্রিজের কাছে স্থানীয় বকুলগ্রামে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই রাতে সম্রাট মাইতি নামে এক বাইক আরোহীর সোনার চেন ছিনতাই করার পর তাঁকে ও তাঁর এক আত্মীয়কে মারধর করে মাঠের মধ্যে বেঁধে রেখে বাইক নিয়ে পালিয়ে যায় একটি ছিনতাইকারী দল। কিছু ক্ষণ পরে ওই বাইকটিকেই রেলগেট লাগোয়া কালভার্টের কাছে দাঁড় করিয়ে আরও এক বাইক আরোহীকে ফাঁদে ফেলার চেষ্টা করে ওই দুষ্কৃতী দল। দেবদুলাল সূত্রধর নামে আর এক বাইক আরোহীর মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী দল। পুলিশ গিয়ে দেবদুলালবাবু ও সম্রাটবাবুকে উদ্ধার করে। দেবদুলালবাবুকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় পাঁচ জন জড়িত। আগেই দু’জনকে ধরা পড়েছে। এ দিন ধরা পড়ল সারিক।
|
ইভটিজিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ধৃতদের সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সিউড়িতে টিউশন নিতে এসেছিলেন মহম্মদবাজার এলাকার পাঁচ তরুণী। ফেরার সময় বাস না পেয়ে এক তরুণী সিউড়ির বাসিন্দা দিদি-জামাইবাবুকে ফোন করে তাঁদের পৌঁছে দেওয়ার জন্য বলেন। ওই ব্যক্তি স্ত্রী ও মেয়েকে নিয়ে গাড়ি করে ঘটনাস্থলে আসেন। অভিযোগ, ওই সময় কয়েক জন যুবক তাঁদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করে। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা মারে। তাঁর স্ত্রীও হাতে চোট পান বলে অভিযোগ। এ দিকে, তাঁদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি ধৃত দুই যুবকের।
|
সংস্কারের অভাবে মজে যেতে বসেছে লাভপুরের ঐতিহ্যবাহী লাঙলহাটার বিল। এক সময় ওই বিলের জলেই শুধু লাভপুর থানা এলাকাই নয়, লাগোয়া মুর্শিদাবাদ ও বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলের জমিতে সেচের জল মিলত। মাছ ধরে জীবিকা অর্জন করতেন বহু পরিবার। অথচ সেই বিলই এখন সংস্কারের অভাবে কার্যত ডোবায় পরিণত হওয়ার পথে। এলাকার বাসিন্দাদের দাবি, বিভিন্ন সময় ওই বিল সংস্কারের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। স্থানীয় বিধায়ক তৃণমূলের মনিরুল ইসলাম বলেন, “বিলটি সংস্কারের বিষয়ে বিধানসভায় প্রস্তাব দেব।” |