টুকরো খবর
চার স্কুলে জয়ী তৃণমূল
জেলার চার স্কুলে জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তার মধ্যে দু’টি স্কুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন তাঁরা। শনিবার মেমারির কুচুট প্রিয়গোপাল চৌধুরী বিদ্যামন্দির ও রবিবার বর্ধমান বিদ্যার্থীভবন উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমিতির নির্বাচনে ৬টি আসনের প্রতিটিতেই জয়লাভ করেছেন ওই প্রার্থীরা। গতবার ওই দুই স্কুলের মধ্যে কুচুটে সিপিএম ৬টি আসনেই জিতেছিল। বিদ্যার্থীভবনেও দু’টি আসন জিতেছিল সিপিএম ও তৃণমূল পেয়েছিল চারটি আসন। তৃণমূলের জেলা নেতা পরেশ সরকার জানান, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভোটে ওই স্কুলের পরিচালন সমিতি সিপিএমের দখলেই রয়েছে। কালনা ২ ব্লকের বৈদ্যপুর রাজরাজেশ্বর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার ওই ভোটে সিপিএম ও তৃণমূল প্রার্থী দেয়। ফল বেরোতে দেখা যায়, ছ’টি আসনের সব ক’টিতেই জয়লাভ করেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তৃণমূলের কালনা ২ ব্লকের সভাপতি প্রণব রায় জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ৭৭৯ জন। তার মধ্যে ৫৭৩ জন ভোট দেয়। বাকিরা ঠান্ডার জন্য ভোট দিতে আসেননি বলে তাঁর দাবি। রবিবার দুর্গাপুরের আমরাই হাইস্কুলে ভোট হয়। ৬টি আসনের ৫টিতেই জেতেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটিতে জয়ী হন সিপিএমের প্রার্থী। কংগ্রেস এবং বিজেপি-ও সব আসনেই প্রার্থী দিয়েছিল।

মূক-বধিরকে ধর্ষণের মামলা রুজু কালনায়
নির্যাতিতা মূক ও বধির তরুণীর ডাক্তারি পরীক্ষা হল কালনা হাসপাতালে। সোমবার দুপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পুলিশের উদ্যোগে বৈদ্যপুর এলাকার মূক ও বধির পড়ুয়াদের স্কুলের এক শিক্ষিকাকে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী শিক্ষিকার কাছে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে জানায়। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বিবরণ অনুযায়ী দোষীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ দিন পুলিশ ধর্ষণের মামলা রুজু করেছে। আউশগ্রামের যাদবগঞ্জ জঙ্গলে এক ৪৫ বছরের বধূকে ধর্ষণের অভিযোগে সোমবার এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ দিনই বধূর ডাক্তারি পরীক্ষা করানোর কথা ছিল। পুলিশ জানায়, ওই বধূকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েও আসা হয়। কিন্তু তাঁর পরিবারের লোকেরা ডাক্তারি পরীক্ষা করাতে চাননি বলে পুলিশ সুপারের দাবি। তিনি বলেন, “অভিযুক্তকে আদালতে তোলা হলে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে জেরা করে ধর্ষণে আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা হবে। কিন্তু মহিলার পরিবারের লোকেরা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করতে না চান, তা হলে কী করে মামলায় সাজা পাবে দোষী?” এ ব্যাপারে বধূর পরিবারের লোকজন অবশ্য মুখ খুলতে চাননি।

কালো তালিকায় তিন চালকল
জেলার তিনটি চালকলকে কালো তালিকাভুক্ত করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সমুদ্রগড়, পূর্বস্থলী ও গলসিতে এই তিনটি চালকল রয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, “গতবার সরকারি সহায়কমূল্যে ধান কেনার সময়ে চাষিদের দেওয়া চেক বাউন্স করার অভিযোগ প্রমাণিত হয় এই চালকলগুলির বিরুদ্ধে। তাই এদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।” তিনি বলেন, “ফের এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট চালকলকে কালো তালিকাভুক্ত করা হবে। ভবিষ্যতে তাদের কাছ থেকে আর সরকার লেভি নেবে না। বাইরেও চাল বিক্রি করতে দেওয়া হবে না।” তিনি আরও জানান, জেলার ৫১৮টি চালকলের মধ্যে চালু রয়েছে ৩৯৬টি। তার ভিতর ২৫০টি চাষিদের কাছ থেকে নির্ধারিত মূল্যে ধান কিনছে। বাকিদেরও ধান কিনতে নির্দেশ দেওয়া হয়েছে।” খাদ্যমন্ত্রী জানান, জেলায় এবার মোট ৩ লক্ষ ৩২ হাজার মেট্রিক টন চাল সংগৃহীত হবে হবে। তার মধ্যে ৭০ হাজার মেট্রিক টন চাল কিনে ফেলা হয়েছে জানান তিনি। রাজ্য তামিলনাড়ুতে ১ লক্ষ মেট্রিক টান চাল পাঠানোর বরাত পেয়েছে। মন্ত্রীর বক্তব্য, “সব মিলিয়ে এ বার ২২ লক্ষ মেট্রিক টন ধান কেনা হবে চাষিদের কাছ থেকে।”

হোটেল বন্ধ করল পুলিশ
হোটেলে পুলিশ। —নিজস্ব চিত্র।
বেআইনি কাজকর্ম চালানোর অভিযোগে মহকুমাশাসকের নির্দেশে বর্ধমানের একটি হোটেল সিল করে দিল পুলিশ। সোমবার সন্ধ্যায় বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ ওই হোটেলে পৌঁছয়। বর্ধমান উত্তরের মহকুমাশাসক প্রদীপ আচার্য গত ২১ ডিসেম্বর পুলিশকে নির্দেশ দেন, বেআইনি কাজকর্ম চালানোয় বর্ধমানের ভাঙাকুঠির ওই হোটেলটি অন্তত এক বছরের জন্য সিল করে দিতে হবে। পুলিশ সূত্রে খবর, হোটেলটির কোনও ট্রেড লাইসেন্সও নেই। তিন জনকে আটক করা হয়েছে। হোটেলের মালিক ইয়াকুব হোসেন পলাতক।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক কিশোরীর। রবিবার রাতে কাটোয়ার সুদপুর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মী পণ্ডিত (১৬)। ওই গ্রামেরই উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্রী ছিল সে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোনও কারণে বাড়ির লোকজন তাকে বকাবকি করায় ঘরে ঢুকে অগ্নিদগ্ধ হয় সে। তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। সোমবার ওই হাসপাতালেই তার দেহের ময়না-তদন্ত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.