টুকরো খবর
এএসআইয়ের নালিশ
দিনহাটার গোসানিমারিতে পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকায় বিধি ভেঙে বিদ্যুতের হাই টেনশন লাইনের জন্য খুঁটি বসানোর অভিযোগ উঠেছে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির কাছে ওই ব্যাপারে চিঠি দিয়েও লাভ না হওয়ায় এই নিয়ে দিনহাটা থানায় অভিযোগ জানিয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। এএসআইয়ের কোচবিহার শাখার পক্ষ থেকে সম্প্রতি তা জানানো হয়েছে। সোমবার বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে দিনহাটার মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেন হেরিটেজ সোসাইটির কর্তারা। এ এস আই-এর কলকাতা সার্কলের সুপারিন্টেন্ডেন্ট তপনজ্যোতি বৈদ্য বলেন, “নিয়ম অনুযায়ী পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকার ১০০ মিটারের মধ্যে নতুন নির্মাণ করা যাবে না। আবার ২০০ মিটারের মধ্যে কিছু কাজ করতে হলে অনুমতি নিতে হয়। গোসানিমারি রাজপাট এলাকায় ওই নিয়ম ভেঙে কিছু খুঁটি বসানো হয় বলে পুলিশে অভিযোগ করা হয়েছে। এই সমস্যা মেটাতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তিনি বৈঠকে বসার ব্যাপারে উদ্যোগী হচ্ছেন বলে দিনহাটার মহকুমাশাসক অগাস্টিন লেপচা জানিয়েছেন।

দেওয়ানহাট কলেজে সংঘর্ষ
কর্তৃত্ব কায়েম নিয়ে সংঘর্ষে উত্তেজনা ছড়াল কোচবিহার দেওয়ানহাট কলেজে। সোমবার দুপুরে ওই ঘটনায় ৮ জন জখম হন। তাঁদের মধ্যে ৫ টিএমসিপি এবং ৩ জন ছাত্র পরিষদ সমর্থক। জখমদের মধ্যে রিটন সরকার নামে এক টিএমসিপি নেতাকে বাঁশ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। জখম ওই টিএমসিপি নেতাকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুপুরে কলেজে ঢোকা কেন্দ্র করে দু’দল ছাত্রের মধ্যে বচসা কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে আচমকা লাঠিসোটা, বাঁশ, বাটাম নিয়ে দুই পক্ষের সমর্থকরা গোলমালে জড়িয়ে পড়েন। টিএমসিপি’র উত্তরবঙ্গের আহ্বায়ক বরুণ দত্ত বলেন, “জানুয়ারিতে কলেজের প্রথম ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা। সন্ত্রাসের আবহ তৈরির করে এসএফআইয়ের সাহায্য নিয়ে ছাত্র পরিষদ কর্মীরা কলেজের কর্তৃত্ব নিতে আমাদের ছেলেদের ওপর হামলা চালায়। তাতে ৫ জন জখম হন।” ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অরিন্দম দে বলেন, “আমাদের ছেলেদের কলেজে ঢুকতে বাধা দিচ্ছিল টিএমসিপি। এ দিনও বাধা দেওয়ায় উত্তেজনা ছড়ায়। আমাদের ৩ জন জখম হন। এসএফআইয়ের কোচবিহার জেলা সম্পাদক দেবজ্যোতি গোস্বামী অবশ্য ওই ঘটনায় সংগঠনের কেউ জড়িত নন বলে দাবি করে গোটা বিষয়টিকে টিএমসিপি-র গোষ্ঠী-দ্বন্দ্বের জের বলে মন্তব্য করেন।

গানের উৎসবে উত্তরবঙ্গের ১৭
শুভমিতা বন্দ্যোপাধ্যায়, সৈকত মিত্রর সঙ্গে বাংলা গান উৎসব মঞ্চে গাওয়ার সুযোগ পাচ্ছেন ১৭ জন উত্তরবঙ্গের শিল্পী। ১৫-১৬ ডিসেম্বর ‘অডিশন’এর মাধ্যমে তাঁদের বাছা হয়েছে। ২১ ডিসেম্বর প্রধাননগরে সিস্টার নিবেদিতা অডিটরিয়ামে উৎসবের উদ্বোধন হবে। ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। উত্তরবঙ্গে শিল্পীদের মধ্যে রবীন্দ্রসঙ্গীতে সুযোগ পান অনন্যা ঘোষ, রাজশ্রী দাস, বিজয় বণিক। শ্রেয়সী চক্রবর্তী, শর্মী সাহা চৌধুরী, পারমিতা মল্লিক, অনন্যা ঘোষ। তরুণিমা আচার্য, শ্যামা দাস এবং অগ্নিশেখর রায় নজরুল গীতি গাইবেন। দ্বিজেন্দ্রগীতিতে সুযোগ পান বিনীতা পাল, অনিরুদ্ধ দে, শ্রেয়া আইচ। রজনীকান্তের গানে রুমেলা বসু, দীপান্বিতা দেবনাথ, শালিনী ভৌমিক। সুমনা চক্রবর্তী, শালিনী ভৌমিক, ও বিনীতা পাল আধুনিক গান গাইবেন। পুরাতনী বাংলা গানে ২ জন সুযোগ পেয়েছেন সুমনা চক্রবর্তী এবং শাশ্বতী দেব। লোকগীতি গাইবেন শ্রেয়সী চক্রবর্তী। এ ছাড়া, ভাওয়াইয়া গান গাইবেন জলপাইগুড়ির দুর্গা রায়।

হদিস নেই অপহৃতের
মালদহের রতুয়া থেকে অপহৃত মদ ব্যবসায়ীর হদিস মেলেনি। মুক্তিপণ না অন্য কারণে অপহরণ, ঘটনার ৩ দিন বাদেও তার জট খোলেনি বলে পুলিশ সূত্রে জানানো হয়। ব্যবসায়ীকে যে ভাবে অপহরণ করা হয়, তাতে মুক্তিপণের জন্য তাকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ। অপহৃতের খোঁজে একটি বিশেষ দল তৈরি করে জেলা ও লাগোয়া বিহারে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেছেন, “এখনও ব্যবসায়ীর খোঁজ মেলেনি।” শনিবার দোকান বন্ধ করে মোটর বাইকে বাড়ি ফেরার পথে অপহৃত হন দেশি মদ ব্যবসায়ী অপু চৌধুরী। তাকে ছোট গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় বলে দুই প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পারে পুলিশ। প্রশ্ন করলে বলা হয় যে ওই ব্যক্তি পাগল। তাই তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। রতুয়া ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক অগ্রবাল বলেছেন, “আমরা এই ঘটনার পরে নিরাপত্তার অভাব বোধ করছি।” অপহৃতের দাদা অনুপ চৌধুরী বলেন, “মুক্তিপণ চেয়ে কেউ এখনও যোগাযোগ করেনি।”

স্কুলে জয় তৃণমূলের
সাহুডাঙিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার টানাটান উত্তেজনায় স্কুলে ভোট হয়। ছয় আসনে সিপিএম ও তৃণমূল প্রার্থী দেয়। কংগ্রেস চারটি আসনে প্রার্থী দেয়। ত্রিমুখী লড়াইয়ের ফল বার হতেই দেখা যায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তৃণমূলের দাবি, একাধিক স্কুলে উন্নয়নের জেরেই অভিভাবকেরা ফের তৃণমূল সমর্থিতদের জেতান।

স্কুলে জয়ী বামেরা
দু’টি স্কুলে পরিচালন সমিতি অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের সমর্থিত প্রার্থীদের টেক্কা দিল বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা। রবিবার দিনহাটার নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়, শুকারুর কুঠি হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচন হয়। দুটি স্কুলের ১২ আসনে বাম সমর্থিতরা ন’টি আসন ও তৃণমূল সমর্থিতরা তিনটি আসনে জয়ী হন। নিগমনগরের স্কুলে ছয়টি আসনের সবকটিই বাম সমর্থিতরা জিতেছেন। শুকারুরকুঠি হাই স্কুলে বাম ও তৃণমূল সমর্থিতরা ৩টি করে আসনে জয়ী হন।

শাস্তির দাবি, বিক্ষোভ
হেমতাবাদে দুটি অলঙ্কারের দোকানে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে ধৃত ৩ অভিযুক্তের শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত শুক্রবার সন্ধ্যায় একদল দুষ্কৃতী হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকায় দুই অলঙ্কার ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ করে পালায়। শনিবার রাতে হেমতাবাদ থানা ও মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে।

জয়ী বাম-প্রার্থীরা
হলদিবাড়ির তিনটি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি ভোটে জিতল বাম-সমর্থিত প্রার্থীরা। রবিবার তিনটি স্কুলে নির্বাচন হয়। হলদিবাড়ি হাইস্কুলের ছয়টি আসনের মধ্যে তিনটি সিপিএম সমর্থিত ও ৩টি ফব সমর্থিত প্রার্থীরা জয়ী হন। হলদিবাড়ি বালিকা বিদ্যালয়ে ছয়টি আসনের মধ্যে তিনটি সিপিএম সমর্থিত ও ৩টি ফব সমর্থিত প্রার্থী জয়ী হয়। হেমকুমারী হাইস্কুলের ৬ আসনের দু’টি সিপিএম সমর্থিত, দু’টি ফব সমর্থিত, একটি বিজেপি ও একটি তৃণমূল সমর্থিতরা জয়ী হন।

শিশু-উদ্যান সংস্কার
থানার সামনের পরিত্যক্ত শিশু উদ্যান পরিষ্কার ও সংস্কার করেছে পুলিশ। সোমবার ইসলামপুরের এসডিপিও সুবিমল পালের তদারকিতে ও আইসি মকসেদুর রহমানের নেতৃত্বে হয় ওই শিশু উদ্যান পরিষ্কার করার কাজ হয়। কোদাল হাতে নেমেছিলেন ইসলামপুর থানার পুলিশকর্মীরা। কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁরা পরিষ্কার করে ফেলেন শিশু উদ্যানের জঞ্জাল। ২০০৭ সালে ইসলামপুর থানা প্রাঙ্গণে তৈরি হয় আফতাফউদ্দিন শিশু উদ্যান।

বিভাজনের নালিশ
সরকারি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ না জানানো নিয়ে আমরা-ওরার অভিযোগ উঠল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে।

ধৃতেরা জেল হাজতে
অর্থলগ্নি সংস্থা খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনা থেকে ধৃত ইউনিস আলি মোল্লা ও ইকবাল হোসেনকে জেল হাজতে পাঠাল মালদহ আদালত।

কংগ্রেসের জয়
রায়গঞ্জে কর্ণজোড়া হাই স্কুলের পরিচালন সমিতি দখলে রাখল কংগ্রেস। রবিবার পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়েছে। ৬টি আসনে তাদের প্রার্থীরা জেতেন।

পথ সংস্কার
ফুলবাড়ি আমাইদিঘি থেকে লক্ষ্মীস্থান অবধি রাস্তার কাজ শুরু হতে চলেছে। এলাকাটি ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। সম্প্রতি জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে ওই রাস্তা তৈরির অনুমোদন দেওয়া হয়। বাসিন্দারা জানান, প্রায় ৫ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গঙ্গাদেবী রায় জানান, বাসিন্দাদের দাবি মেনে জেলা পরিষদে দরবার করা হচ্ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.