৭ পরস্পর সম্বন্ধহীন
কিন্তু একসঙ্গে সংঘটিত।
৮ যাকে টলানো যায় না।
৯ ওষধিবিশেষ, এক ধরনের গুল্ম।
১০ বড় পাতাযুক্ত গাছ।
১২ বিলাসবহুল বড় নৌকা।
১৩ গণনা করা হয়েছে এমন।
১৪ রীতি, রেওয়াজ ইত্যাদি।
১৫ আখ গাছ।
১৭ যে স্বত্ব দাবি করে।
১৮ জমকালো নয় এমন।
২০ এক বারের বর্ষণ।
২১ বাড়ি, আলয়।
২২ আবর্জনা ফেলার জায়গা।
২৩ তা সত্ত্বেও।
২৪ যুদ্ধ বিশারদ।
২৬ নিজের নির্দিষ্ট স্থান
থেকে সরে যাওয়া।
২৭ হাতের অলংকার।
২৯ প্রভু বা রাজা।
৩০ মন সব সময়ই এমন।
৩১ জ্ঞানহারা, মোহগ্রস্ত।
৩৩ বসার জায়গা।
৩৫ গুণের প্রচার।
৩৬ চিন্তাশীল।
৩৭ ব্যাপক দস্যুবৃত্তি। |
|
১ একটি মাত্র বর্ণবিশিষ্ট।
২ দুরবস্থা, বিপদ।
৩ গীতগোবিন্দের রচয়িতা।
৪ মেঘের গর্জনের মতো গম্ভীর।
৫ বৃন্দাবনের ষাঁড়ের মতো
স্বেচ্ছাচারী ও দায়িত্বহীন ব্যক্তি।
৬ ওড়িশার সমুদ্রতীরস্থ জগন্নাথক্ষেত্র।
৮ নিরাসক্ত।
৯ ঘৃণা করা হয়েছে এমন।
১১ আঁশহীন ছোট মাছ।
১৫ শুধু হাড় ও পাঁজরা
দিয়ে গঠিত দেহের কাঠামো।
১৬ মাসের প্রথম দিন।
১৮ নড়ে না বা টলে না এমন।
১৯ শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা।
২১ ইনি সাজপোশাক পরেছেন।
২২ নিজেকে রক্ষার উদ্দেশ্যে।
২৩ জমাট বাঁধা।
২৫ অন্যের উপকার করার ইচ্ছা।
২৬ স্ত্রীর প্রভুত্ব।
২৮ তপস্যা করে যে।
২৯ দোষ বা অপগুণ।
৩০ সংগ্রহ করা।
৩২ প্রাচীন তাম্রলিপ্ত।
৩৩ এখনকার মতো।
৩৪ নতুন জন্ম। |