ব্যাঙ্ক থেকে টাকা তুলে হেঁটে বাড়ি ফেরার পথে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের কাছ থেকে ৬১ হাজার টাকা লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেহশ্রী মোড় এলাকায়। ছিনতাইয়ের পর দুষ্কৃতীদের পিছু ধাওয়া করতে গিয়ে ওই বৃদ্ধ রাস্তায় পড়ে জখম হন। দিনের আলোয় জনবহুল এলাকায় ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান স্থানীয় কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। তাঁর অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তা ও নজরদারির অভাবেই শহরে অপরাধের ঘটনা ঘটছে। তিনি বলেন, “পুলিশের নিষ্ক্রিয়তা নজরদারির অভাবে দুষ্কৃতীরা অপরাধের ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে। আগামী বিধানসভার অধিবেশনে বিযয়টি নিয়ে আমি সরব হব।” পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বামফ্রন্ট ও শাসক দল তৃণমূলও। জেলা বামফ্রন্টের সচিব অপূর্ব পাল বলেন, “পুলিশ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যর্থ। ডিওয়াইএফের তরফে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার দাবিতে সই সংগ্রহ অভিযান শুরু হয়েছে।” জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য জানান, জেলা পুলিশের কর্তাদের শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আরও সক্রিয় হতে বলা হয়েছে। রায়গঞ্জের ডিএসপি জ্যোতিষ রায় বলেন, ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের নাম শুভেন্দু জোয়ারদার। ৬২ বছর বয়সী শুভেন্দুবাবু ২০১০ সালে বিন্দোল অবৈতনিক প্রাথমিক স্কুলের শিক্ষক পদ থেকে অবসর নিয়েছেন। এ দিন তিনি শহরের সুপার মার্কেট এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৬১ হাজার টাকা তুলে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় দেহশ্রী মোড় এলাকায় বাইকে চেপে হেলমেট পড়া দুই দুষ্কৃতী পিছন থেকে 4এসে চলন্ত অবস্থায় তাঁর বা হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে শিলিগুড়ি মোড়ের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ। শুভেন্দুবাবু দুষ্কৃতীদের বাইকের পেছনে ছুটতে গিয়ে পড়ে যান। তাঁর দুই হাতে, পায়ে ও বুকে চোট লাগে। শুভেন্দুবাবু বলেন, “পারিবারিক প্রয়োজনে জমানো টাকা ব্যাঙ্ক থেকে তুলে বাড়ি ফিরছিলাম। এমন ঘটনা ঘটবে তা বিশ্বাসই হচ্ছে না। পুলিশ বাসিন্দাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।” |