প্রাকৃতিক দুর্যোগ ও অপঘাতে মৃতের পরিবারের লোকজন প্রাপ্য সরকারি ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ। মালদহ জেলা প্রশাসনের কাছে এ অভিযোগ পৌঁছেছে। প্রশাসনিক সূত্রের খবর, ২০০৮ সাল থেকে থেকে ২০১২ সাল পযর্ন্ত জেলার ১৫ টি ব্লকে বাজ পড়ে, জলে ডুবে ও সাপের ছোবলে মৃতদের মধ্যে ৫৭ জনের পরিবার এখনও সরকারি ক্ষতিপূরণের টাকা পাননি।
এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন জেলার কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। তিনি বলেন, “রাজ্য সরকার যে দেউলিয়া হয়ে গিয়েছে এটাই তার বড় প্রমাণ। প্রাকৃতিক বিপর্যয়ে অনুদানের টাকা না দিয়ে মৃতের পরিবারের লোকজনকে খালি ঘোরাচ্ছে জেলা প্রশাসন।’’ মালদহের জেলাশাসক শ্রীমতী অর্চনা জানান, রাজ্যের প্রাকৃতিক বিপর্যয় দফতরে তালিকা পাঠানো হয়েছে। তাঁর কথায়, “এখনও সেই টাকা হাতে আসেনি। সে জন্য তা দেওয়াও যায়নি।”
২০০৮ সালের ২৩ অগস্ট মাসে মানিকচকের ধরমপুরের রিনা প্রামাণিক সাপের ছোবলে মারা যান। তাঁর স্বামী বাপিবাবু বলেন, “৪ বছর বিডিও অফিস থেকে শুরু করে জেলাশাসকের অফিসে ঘুরছি। কিন্তু স্ত্রীর সরকারি অনুদানের টাকা পাইনি।”
প্রশাসনিক সূত্রের খবর, প্রাকৃতিক বিপর্যয় কিংবা সাপের ছোবলে মারা গেলে ১ লক্ষ টাকা, বাজ পড়ে মারা গেলে ২ লক্ষ টাকা, জলে ডুবে মারা গেলে ১ লক্ষ টাকা মৃতদের পরিবারকে এককালীন ক্ষতিপূরণ দেয় সরকার। বিডিও-রা তালিকা পাঠান। ২০১২-র মার্চে ১১ লক্ষ ৫০ হাজার টাকা মালদহ জেলা পায়। এর পরে টাকা আসেনি। ৫৭ জন মৃতের পরিবার টাকা পাননি। বকেয়ার পরিমাণ প্রায় ৭৩ লক্ষ টাকা। |