দুধবাহী গাড়ি ও পিক-আপ ভ্যানের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে এক দুধ ব্যবসায়ীর। পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর নাম রবীন্দ্র সিংহ (৫৫)। বাড়ি পুরুলিয়া শহরের তেলকল পাড়ায়। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে, পাড়া থানার ঝাপড়া মোড়ের কাছে। এ দিন ওই ব্যবসায়ী দুধের গাড়ি নিয়ে সাঁওতালডিহি থেকে পুরুলিয়া ফিরছিলেন। ঝাপড়া মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুধের গাড়িটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ব্যবসায়ীর মৃত্যু হয়। পুলিশ ভ্যানটিকে আটক করলেও চালক পলাতক।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক তরুণের। রেলপুলিশ জানিয়েছে, মৃতের নাম মিঠুন মাহাতো (১৮)। বাড়ি পুরুলিয়া মফস্সল থানার পাথরডি গ্রামে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে আদ্রা ডিভিশনের আনাড়া ও বাগালিয়া স্টেশনের মাঝে ফুসড়াবাইদ গ্রামের কাছে। রেল সূত্রের খবর, ফুসড়াবাইদে আত্মীয়ের বাড়ি এসেছিলেন মিঠুন। এ দিন সকালে রেললাইন পেরনোর সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিঠুনের মৃত্যু হয়।
|
এক বধূর অপমৃত্যুর ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল বাঁকুড়ার রাইপুর থানার পুলিশ। রাইপুরের বাগেকুসুম গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে শ্বশুরবাড়িতে বন্দনা মাহাতো (১৯) নামে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বাপের বাড়ি পুরুলিয়ায়। বন্দনার বাবা সুধীর মাহাতো রাইপুর থানায় জামাই-সহ ৬ জনের নামে থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে বন্দনার স্বামী সুনীল, শ্বশুর যামিনী মাহাতো ও শাশুড়ি ভাদু মাহাতোকে পুলিশ ধরে। |