স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত বাঁকুড়ায়। রবিবার জেলার ১০টি হাইস্কুলে ভোট হয়। তার মধ্যে ৮টিতে জিতেছে তৃণমূল। বাকি দু’টি স্কুলে সিপিএম জয়ী হয়েছে। তৃণমূল সমর্থিত প্রার্থীরা যে সব স্কুলে জয়ী হয়েছেন, সেগুলি হল গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনি অঞ্চল হাইস্কুল ও কুশস্থোলিয়া হাইস্কুল, শালতোড়া ব্লকের রামপুর হাইস্কুল ও শালতোড়া গার্লস, মেজিয়া ব্লকের ভুলুই হাইস্কুল, বিষ্ণুপুরের পিয়ারডোবা হাইস্কুল, সিমলাপালের মদনমোহন হাইস্কুল এবং মাসাতখাল গাঁধী হাইস্কুল। এই স্কুলগুলির পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনের সব ক’টিতেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জিতেছেন। পিয়ারডোবা, ভুলুই ও মাসাতখাল গাঁধী হাইস্কুলের পরিচালন সমিতি এর আগে সিপিএমের দখলে ছিল।
অন্য দিকে, ধুলাই হাইস্কুলের অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনের মধ্যে ৫টিতে সিপিএম সমর্থিত এবং একটিতে তৃণমূল সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। এই স্কুলটির পরিচালন সমিতির দখল গতবার ছিল তৃণমূলের হাতে। রাইপুর ব্লকের শালুক সোরেন স্মৃতি বিদ্যাপীঠের নির্বাচনে ৬টি আসনেই সিপিএম সমর্থিত প্রার্থীরা জিতেছেন। এই স্কুলের পরিচালন সমিতিতে ক্ষমতাসীন অবশ্য সিপিএমই।
সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অমিয় পাত্রের বক্তব্য, “এখন কঠিন পরিস্থিতি। অধিকাংশ জায়গায় তৃণমূলের সন্ত্রাস চলছে। তারই মধ্যে ধুলাই হাইস্কুলের ভোটে প্রমাণিত হল, মানুষ এখনও আমাদের দলের পাশে রয়েছেন।” তৃণমূলের জেলা কো-চেয়ারম্যান অরূপ চক্রবর্তী অবশ্য বলেন, “আমরা কোথাও সন্ত্রাস করিনি। সন্ত্রাস কারা করেছে, তা সবাই জানেন। মা-মাটি-মানুষের সরকারের কাজে যে এলাকার মানুষ খুশি, তা বিভিন্ন স্কুলের ভোটেই পরিষ্কার।” |