টুকরো খবর |
জমি নিয়ে বচসার জেরে ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
জমি নিয়ে বিবাদের জেরে দু’পক্ষের বচসা ও ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। নাম শ্রীচরণ সর্দার (৫৫)। সোমবার হাড়োয়ার বাছড়া-মোহনপুর পঞ্চায়েতের ট্যাংরামারি গ্রামের ঘটনা। তৃণমূলের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হামলায় তাঁর মৃত্যু হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “সিপিএম নেতা গৌতম দেব উস্কানিমূলক মন্তব্য করার পরে আমাদের সক্রীয় কর্মীকে সিপিএমের লোক খুন করেছে। আমরা দলের সবাইকে উত্তেজিত হতে বারণ করেছি। এ ভাবে চলতে থাকলে যদি মানুষ খেপে যায়, তা হলে তার দায় নিতে হবে গৌতমবাবুকেই।” হাড়োয়ার সিপিএম নেতা ভুবন মণ্ডল বলেন, “ঘটনাটি পারিবারিক। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” পুলিশ জানিয়েছে, এক খণ্ড জমি নিয়ে শ্রীচরণবাবু এবং তাঁর ভাই গুণধরবাবুর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। এ দিন বেলা ১১টা নাগাদ লোকজন নিয়ে গুণধরবাবু ওই জমির ধান কাটতে গেলে বচসা বাধে। এ দিকে, ভাই মাঠে গিয়েছে জানতে পেরে শ্রীচরণবাবুও মাঠে হাজির হন। তাঁর অভিযোগ, ভাই তাঁকে ঠকিয়ে সমস্ত ধান কেটে নিচ্ছিল। পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে বচসার সময় দু’পক্ষে ধাক্কাধাক্কি হয়। তৃণমূলের দাবি, বচসার সময় গুণধর কাস্তে দিয়ে দাদার মাথায় আঘাত করায় শ্রীচরণবাবু লুটিয়ে পড়েন। স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে যাওয়া হয়। বেলা ১২টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
|
পাট্টা বিলি কাকদ্বীপে
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
|
সোমবার কাকদ্বীপে জমির পাট্টা বিলি করছেন পঞ্চায়েত মন্ত্রী। ছবি:দিলীপ নস্কর। |
‘নিজগৃহ নিজভূমি’ প্রকল্পে পাট্টা বিতরণ করা হল কাকদ্বীপে। কাকদ্বীপ ব্লকে ১২টি পঞ্চায়েতে সাড়ে ২১ একর জমি সরকারিভাবে অধিগ্রহণের পর সোমবার সকালে এক অনুষ্ঠানে ৪৯৫টি দুঃস্থ পরিবারকে পাঁচ শতক করে পাট্টা বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী মণ্টুরাম পাখিরা। সুব্রতবাবু বলেন, “সিপিএম ৩৪ বছরে কিছুই করেনি। আমরা এই দেড় বছরেই বহু গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। বিপিএল তালিকা ছাড়াও যাঁরা দারিদ্রসীমার নীচে বাস করেন, তাঁদের হাতে পাট্টা তুলে দেওয়ার কাজ আগামী দিনেও চালিয়ে যাব।”
|
নারী পাচার রোধে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি নারী পাচার ও নারী নির্যাতন নিয়ে এক আলোচনা সভা হয়ে গেল বসিরহাট টাউন হলে। উদ্যোক্তা ছিল হিউম্যান রাইটস্ নেটওয়ার্ক ও সাউথ এশিয়ান উইমেনস্ মিডিয়া নামে দু’টি সংগঠন। উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলা বিচারক জলধর মণ্ডল প্রমুখ। পাচার হওয়া মহিলাদের উদ্ধার ও সেই প্রসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম রাজিবুল শেখ (২০)। বাড়ি বীরভূমের কলিখা গ্রামে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাটের ঘোড়ারস স্টেশনে। পুলিশ জানিয়েছে, ওই স্টেশনে ডবল লাইনের কাজ চলছে। তার জন্য পাথর লরিতে নিয়ে যাওয়া হয়েছিল স্টেশনে। পাথর নামানোর সময় লরির খালাসি ওই যুবক লাইনে বসেছিলেন। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
|
সংস্কৃতি ও স্বাস্থ্যমেলা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শুরু হল বসিরহাট সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা। বসিরহাটের প্রান্তিক ময়দানে ওই মেলায় রয়েছে ৬০টি স্টল। শনিবার শোভাযাত্রার পর মেলার উদ্বোধন করেন ফুটবলার ব্যারাটো। উপস্থিত ছিলেন ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, নাজিমুল হক, আলোকচিত্রী সৌমেন্দু রায় এবং বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক এটিএম আবদুল্লা রনি প্রমুখ। মেলায় প্রতিদিনই থাকছে নানা অনুষ্ঠান। মেলা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
|
ঠাকুরনগর বইমেলা
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
শুরু হল ১৭তম ঠাকুরনগর বইমেলা। উদ্যোক্তা ঠাকুরনগর বইমেলা ও প্রদর্শনী। শুক্রবার গাইঘাটার ঠাকুরনগর খেলার মাঠে এই বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক আবুল বাশার।
|
অকাল রান্নাপুজো |
|
আশ্বিনে বিশ্বকর্মা পুজোর সময়ে রান্নাপুজোর কথা সবারই জানা। কিন্তু অগ্রহায়ণ মাসেও এই উৎসব পালন করেন হাবরার ফুলতলার মণ্ডলপাড়ার বাসিন্দারা। এই ‘অকাল রান্নাপুজো’ পালন করা হয় অগ্রহায়ণ মাসের প্রথম অমাবস্যার পরের সোমবার। এ দিন মেতে ওঠেন হিন্দু-মুসলমান নির্বিশিষে এলাকার সমস্ত পরিবার। কথিত আছে, একবার গ্রামে কলেরায় প্রচুর মানুষের মৃত্যু হয়। তার পর থেকেই গ্রামের মানুষের বিশ্বাস জন্মায় যে এই বিশেষ দিনটিতে গ্রামের সকলে মিলে নিরামিষ রান্না করে খেলে মহামারী গ্রামকে স্পর্শ করবে না। তার পর থেকেই চলে আসছে এই রীতি। শীতের এই সময়ে রাস্তার ধারে এই রান্নার উৎসব চড়ুইভাতির চেহারা নেয়। আশপাশের গ্রাম থেকেও লোকসমাগম হয় প্রচুর। উৎসবকে ঘিরে মেতে ওঠেন সকলেই।
|
তথ্য ও ছবি: শান্তনু হালদার। |
বধূমৃত্যু, গ্রেফতার ১ |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। রবিবার রাতে, ব্যারাকপুরের গণেশপুরে। মৃতার নাম ঝর্না ঝা (২৫)। পুলিশ জানায়, ওই রাতে অগ্নিদগ্ধ অবস্থায় ঝর্নাকে উদ্ধার করেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঝর্নার মা ঝুনু রায় মেয়ের শাশুড়ি, স্বামী ও দেওরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই পুলিশ ওই গৃহবধূর শাশুড়ি পুতুল ঝা-কে গ্রেফতার করে। ঝর্নার স্বামী অভিজিৎ ঝা এবং দেওর অমিত ঝা পলাতক। |
|