রবিবার অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর,কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার মহকুমার কয়েকটি হাইস্কুলে। ডায়মন্ড হারবার মহকুমার মগরাহাট অ্যাংলো ওরিয়েন্টাল হাইস্কুলের ৬টি আসনের সবকটিতেই সিপিএম জয়ী হয়েছে। আগে ওই স্কুলে ক্ষমতায় ছিল কংগ্রেস-তৃণমূল জোট। অন্যদিকে রায়দিঘির রমাকান্তনগর সারদাচরণ জুনিয়র হাইস্কুলে ৩টি আসনে জয়ী হয় এসইউসিআই। আগে তারাই ক্ষমতায় ছিল। বারুইপুরের জয়নগর পশ্চিম ব্লকবেড়িয়া হাইস্কুলে ৬টি আসন এবারও নিজেদের দখলে রাখে বিজেপি। এ ছাড়া পাথরপ্রতিমার দক্ষিণ কাশীনগর উচ্চতর বিদ্যালয়ে ৬টি আসনের মধ্যে এবার ৫টি আসন দখল করে সিপিএম। ১টি কংগ্রেস। আগে এই স্কুলে ৬টি আসনেই ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস।
স্কুল নির্বাচনে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা ও অশোকনগরে ভাল ফল করল তৃণমূল। রবিবার ওই এলাকায় পাঁচটি স্কুলে নির্বাচন ছিল। গোপালনগরের চৌবেড়িয়া দীনবন্ধু মিত্র উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি দীর্ঘদিন পর সিপিএমের হাতছাড়া হল। তৃণমূল ৬টি আসনেই জয়ী হয়েছে। বেলতা হাইস্কুলে তৃণমূল ৫টি ও সিপিএম ১টি আসনে জয়ী হয়েছে। এখানে তৃণমূলই ক্ষমতায় ছিল। অশোকনগরের নটনি হাইস্কুলে কংগ্রেস ও তৃণমূল জোট জয়ী হয়েছে। কাঁকপুর জুনিয়র হাইস্কুলেও সবকটি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বাগদার সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এই স্কুলে সিপিএম মনোনয়ন দেয়নি।
অন্য দিকে, নদিয়ার রানাঘাটের নাসরা বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে কংগ্রেস। ন’পাড়া হাই স্কুলের নির্বাচনে ৬টি আসনের ৫টিতে জিতেছে কংগ্রেস। ১টি পেয়েছে তৃণমূল। চাকদহের ইছাপুর আদিবাসী হাইস্কুলের ৬টি আসনের প্রতিটিতেই জিতেছে তৃণমূল। হরিণঘাটার লাউপলা হাইস্কুলে ৬টি আসনের ৫টিতে জয়ী হয়েছে সিপিএম প্রার্থীরা। ১টি আসন পেয়েছে তৃণমূল। |