টুকরো খবর
জঙ্গলমহল কাপ
চ্যাম্পিয়ন দলের সঙ্গে পুলিশ আধিকারিকরা। ছবি: দেবরাজ ঘোষ।
ঝাড়গ্রাম পুলিশ জেলার জঙ্গলমহল কাপের পুরুষ ও মহিলা ফুটবলের ফাইনাল হল এসপি অফিসের ক্রীড়াঙ্গণে। সোমবার বিকেলে ফাইনাল খেলায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় সাঁকরাইল থানার পচাখালি এএসজি ক্লাব। ২-০ গোলে বেলপাহাড়ি ফুটবল ক্লাবকে হারিয়ে জয়ী হয় সাঁকরাইলের ফুটবল-দলটি। মহিলা বিভাগে অবশ্য চ্যাম্পিয়ন হয় বেলপাহাড়ির নওয়া সাগেন জুবিন গাঁওতা ফুটবল ক্লাব। ৫-০ গোলে তারা হারিয়ে দেয় গোপীবল্লভপুরের কাঁদনাশোল আদিবাসী রয়েল মহিলা ফুটবল-দলকে। বিজয়ী দু’টি দলের হাতে চ্যাম্পিয়ন-কাপ তুলে দেন ঝাড়গ্রামের এসপি ভারতী ঘোষ। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুমিত কুমার, এসডিপিও (ঝাড়গ্রাম) সন্তোষকুমার মণ্ডল প্রমুখ।

লোকসংস্কৃতি উৎসব শুরু
জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে দু’দিন ব্যাপী জেলা লোকসংস্কৃতি উৎসব শুরু হল কাঁথিতে। সোমবার দুপুরে কাঁথি টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের সূচনা করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও কাঁথির সাংসদ শিশির অধিকারী। ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত, পুরপ্রধান সৌমেন্দু অধিকারী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কথা দাস, মহকুমা আধিকারিক সন্তু বিশ্বাস প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডল। শিশিরবাবু বলেন, “পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে গ্রামীণ লোক সংস্কৃতি। এই সংস্কৃতিকে মূলস্রোতে ফিরিয়ে আনতে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের এই উদ্যোগ অভিনন্দনযোগ্য।” জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কথা দাস বলেন, “উৎসবে টুসু ভাদুর গান থেকে পটের গান, সঙের গান, চণ্ডীমঙ্গল, বাঁশের বাঁশি, ললিতা পালা, আদিবাসী নৃত্য নন্দনাচ, বাউল গান-সহ একাধিক অনুষ্ঠান পরিবেশিত হবে।”

লালগড়ে ট্রাক্টরে পিষে মৃত ছাত্রী
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। সোমবার সকালে লালগড়ের এসআই চকে দুর্ঘটনায় মৃত মৌমিতা মাহাতো (১৬)-র বাড়ি ঝাড়গ্রামের চুবকার ঘোড়াজাগির গ্রামে। লালগড়ের বড় পেলিয়া গ্রামে মামাবাড়িতে থেকে পড়াশোনা করত লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ে একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্রী মৌমিতা। এ দিন সে বড় পেলিয়া থেকে সাইকেলে লালগড়ে টিউশনে যাচ্ছিল। পৌনে ন’টা নাগাদ এসআই চকে পৌঁছলে পিছন দিক থেকে আসা ট্রাক্টর তার সাইকেলে ধাক্কা মারে। ছিটকে পড়ে মৌমিতা। ট্রাক্টরের চাকায় পিষে যায় সে। মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মৃত্যু হয়েছে। ট্রাক্টর-চালককে আটক করেছে পুলিশ।

জয়ী বামেরা
স্কুল ভোটে তৃণমূল প্রভাবিত পরিচালন সমিতির ক্ষমতা দখল করল বামেরা। রবিবার এগরা ১ ব্লকের ছত্রি বিবেকানন্দ বিদ্যাভবনে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ছ’টি আসনেই তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থীরা। গতবার এই স্কুলের ছ’টি আসনেই জিতেছিল তৃণমূল। ব্লকেরই অর্জুনি শ্রী শ্রী রামকৃষ্ণ আদর্শ বিদ্যামন্দিরের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তিনটি করে আসন পেয়েছে তৃণমূল ও বামেরা। গত বার এই স্কুলে ৫টি আসনে জিতেছিল তৃণমূল, একটিতে কংগ্রেস। এ দিকে, তৃণমূলের শক্ত ঘাঁটি কাঁথি ১ ব্লকের বাদলপুরে পাঠাগারের পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়েছে সিপিএম। রবিবার বিদ্যাসাগর সেবাসদন পাঠাগারের ৮টি আসনের সব ক’টিতেই জিতেছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা।

স্কুলে জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জিতল তৃণমূলও। রবিবার হলদিয়ার সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ে ছ’টি আসনের মধ্যে পাঁচটিই পায় তারা। একটি আসন পেয়েছে বামেরা। পটাশপুরের পঁচেটগড় হাইস্কুলে ৬টির মধ্যে ৫টি আসনে জিতেছে তৃণমূল, একটিতে বামেরা। কাঁথি শহরের হরিসভা হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নিবার্চনে ৬টি আসনে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। সবংয়ের চাঁদকুড়ি হাইস্কুলে ৬টি আসনের সবক’টিতেই জয়ী হয়েছে কংগ্রেস সমর্থিতরা। ডেবরার মাড়তলা হাইস্কুলে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিতরা। ব্রাহ্মণশাসন হাইস্কুলের ৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৩টি আসন। বাকি ৩টি সিপিএম।

দুর্ঘটনায় মৃত ৩
নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় মৃত্যু হল তিন গাড়ি আরোহীর। সোমবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে রামতারক বাজারে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, হলদিয়ার তিন বাসিন্দা কলকাতা থেকে ফিরছিলেন। রামতারকের কাছে একটি লরি ডিভাইডার পেরিয়ে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক বিমল মাইতির (৩০)। কিসমৎশিবরামনগরে তাঁর বাড়ি। মেচেদার নার্সিংহোমে মৃত্যু হয় আর এক জনের। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। যতীন জানা (৩০) নামে আহত আর এক যুবককে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই ওই যুবকের মৃত্যু হয়।

মিলন বন্ধন উৎসব
মিলন বন্ধন উৎসব পটাশপুরে
আড়গোয়ালের কৃষ্টির পরিচালনায় ব্রজকিশোরপুর মাঠে উদ্বোধন হল ‘মিলন বন্ধন উৎসব’। উদ্বোধন করেন চণ্ডীপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভূবনেশ্বরানন্দ। সপ্তম বর্ষের এই উৎসব চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। নানা বিষয়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি আলোচনাসভা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

শুরু ক্ষুদিরাম মেলা
ক্ষুদিরাম মেলা শুরু হল পটাশপুরের খাড় স্টেডিয়ামে। সোমবার ১১তম বর্ষের এই মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন। মেলা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতি দিনই আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এবিজি-শুনানি
এবিজি-কে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে কলকাতা বন্দর বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এবিজি-কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টে মামলা করেন। সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ওই মামলাটির শুনানি হয়। এবিজি-র আইনজীবী বিচারপতিকে জানান, বন্দর-কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসন তাঁর মক্কেলকে কাজ চালানোর পরিস্থিতি তৈরি করে দিতে পারেনি। আইনশৃঙ্খলার অবনতির জন্যই এবিজি হলদিয়া ছেড়ে যেতে বাধ্য হয়। শুনানি চলবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.