নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর কলেজিয়েট স্কুল চত্বরে দু’টি প্রাথমিক স্কুল রয়েছে। মোট ছাত্র ২১৮ জন। সরকারি নির্দেশ মেনে ভর্তি প্রক্রিয়া করতে গেলে ২১৮ জনই সরাসরি পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে হবে। অথচ স্কুলে পঞ্চম শ্রেণির আসন সংখ্যা সব মিলিয়ে ১৫০। এই পরিস্থিতিতে কী করণীয়, তা জানতে চেয়ে জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) চিঠি দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস বলেন, “এই সমস্যার জন্যই ভর্তি প্রক্রিয়া এখনও শুরু করা যায়নি।” স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, অতিরিক্ত ছাত্র ভর্তি নিয়ে তাঁদের সমস্যা নেই। তবে সে ক্ষেত্রে শিক্ষক প্রয়োজন। আলাদা শ্রেণিকক্ষ প্রয়োজন। সেই সব পরিকাঠামো না তৈরি করে ছাত্র ভর্তি হলে পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে। জানা গিয়েছে, এমন সমস্যা শুধু কলেজিয়েট স্কুলে নয়, আরও একাধিক স্কুলে রয়েছে। যেখানে পঞ্চম শ্রেণিতে আসন সংখ্যা যত, তার থেকেও বেশি সংখ্যক ছাত্রছাত্রী ওই স্কুলের প্রাথমিক বিভাগে পড়াশোনা করে। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সংঙ্ঘমিত্র মাকুড় এই সমস্যার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে দফতর সূত্রে খবর। কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন, সেই মতোই পদক্ষেপ করা হবে বলে দফতরের এক আধিকারিক জানান। |