নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অকাল বর্ষণে আলু চাষে ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণের চেয়ে কৃষি দফতরে দরবার করলেন চাষিরা। তাঁদের দাবি, এ বছর অকাল বর্ষণে আলু চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার মেদিনীপুর সদর ব্লকের এলাবনি গ্রাম থেকে বেশ কয়েকজন চাষি জেলা কৃষি দফতরে এসে লিখিত ভাবেই এই সমস্যার কথা জানান। এঁদের মধ্যে ছিলেন শঙ্কর সামন্ত, অরুণ সামন্ত, শিশির ঘোষ প্রমুখ।
অরুণবাবু বলেন, “পঞ্চায়েত প্রধানকেও আমরা লিখিত ভাবে সমস্যার কথা জানিয়েছি। অকাল বর্ষণে জমিতে জল জমে গিয়েছে। চাষাবাদও নষ্ট হয়েছে।” এ ছাড়া অনেক চাষিই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। আলু নষ্ট হওয়ার সমস্যায় পড়েছেন তাঁরাও। তাঁদের বক্তব্য, পরিস্থিতি খতিয়ে দেখে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঋণ মকুব না করলে সংসার চালাতে হিমশিম অবস্থা হবে। জেলার উপ-কৃষি অধিকর্তা তপন ভুঁইয়া বলেন, “অকাল বর্ষণে আলু চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির হিসেব চলছে। আমরা এ সংক্রান্ত রিপোর্ট দফতরে পাঠাচ্ছি।” তবে যাঁরা ফসলের বীমা করিয়েছেন, তাঁরা ক্ষতিপূরণ পাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। |