বিজেপির মেদিনীপুর শহর সভাপতি হলেন অরূপ দাস। সোমবার দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, আনুষ্ঠানিক ভাবে অরূপ দাসের নাম ঘোষণা করে বলেন, “নতুন সভাপতিকে এক সপ্তাহের মধ্যে নতুন শহর কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে।” আর কয়েক মাস পরই মেদিনীপুর পুরসভা নির্বাচন। নতুন বছরের গোড়া থেকেই নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করে দেবে রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে দলগুলির অন্দরে নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। পুরসভা নির্বাচনের দিকে নজর রেখেই শহর সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। আগে বিজেপির শহর সভাপতি ছিলেন সমীর ভট্টাচার্য। তিনি এখন বিশ্ব হিন্দু পরিষদে রয়েছেন। সোমবার দলের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন সভাপতির হাতে পুষ্পস্তবক তুলে দেন বিজেপির যুব সংগঠন যুব মোর্চার জেলা সম্পাদক শুভজিৎ রায়। অরুপ ২০০৯ সাল থেকে সক্রিয় রাজনীতিতে রয়েছেন। তিনি ছিলেন যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক। দলের শহর সভাপতির দায়িত্ব নিয়ে অরূপবাবু বলেন, “সামনে পুরসভা নির্বাচন রয়েছে। ওই নির্বাচনে যাতে ভাল ফল হয়, তার জন্য সব রকম চেষ্টা করব। তার আগে সব ওয়ার্ডে, ওয়ার্ড কমিটি গঠন করা হবে।”
|
শহরে অসামাজিক কাজকর্ম বাড়ার অভিযোগ তুলে মেদিনীপুরের (সদর) মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল ওই দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফের শহর জোনাল কমিটির সম্পাদক স্নেহাশিস দত্ত, সভাপতি কুন্দন গোপ প্রমুখ। মেদিনীপুর শহরে ইদানীং বেশ কয়েকটি চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শহরের শরৎপল্লি, বিধাননগর-সহ বেশ কিছু এলাকার বাসিন্দাদের একাংশ উদ্বেগে থাকেন। এ ক্ষেত্রে কয়েকটি দুষ্টচক্র ‘সক্রিয়’ বলেও অভিযোগ। নেশাগ্রস্ত যুবকদের সংখ্যা বেড়ে যাওয়ার ফলেই এমন ঘটনা বাড়ছে বলে মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে পুলিশ-প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি জানায় ডিওয়াইএফ। সংগঠনের বক্তব্য, নেশাগ্রস্ত যুবকদের একটা বড় অংশই ছাত্র। এটাই উদ্বেগের। সঙ্গে শহরের ট্রাফিক ব্যবস্থার হাল ফেরানো-সহ আরও বেশ কিছু দাবি জানানো হয়েছে। প্রশাসন অবশ্য জানিয়েছে, চুরি-ছিনতাইয়ের ঘটনা এড়াতে শহর ও তার আশপাশ এলাকায় ‘বিশেষ’ নজরদারি শুরু হয়েছে। পুলিশ কর্মীদের নিয়ে পৃথক দল তৈরি হয়েছে। যাঁরা বিভিন্ন এলাকায় বাইক নিয়ে টহল দিচ্ছেন। ফলে কমছে অসামাজিক কাজকর্মও।
|
বেতন মেলেনি, ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা |
দু’মাস ধরে বেতন না মেলার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন বিদ্যুৎ বন্টন সংস্থার কাস্টমার ফিল্ড অপারেটররা (সিএফও)। সিএফও’রা যে সংস্থার অধীনে কাজ করেন কাজ করেন সেই সংস্থার সঙ্গে বিদ্যুৎ বণ্টন সংস্থার চুক্তি রয়েছে। সোমবার মেদিনীপুর জোনাল কল সেন্টারের সামনে তাঁরা বিক্ষোভ কর্মসূচিও করেন। বাঁকুড়া-পুরুলিয়া ও দুই মেদিনীপুর জেলা নিয়েই মেদিনীপুর জোনাল কার্যালয়। তবে কাজ বন্ধ রেখে আন্দোলনের পথে যাচ্ছেন না ফিল্ড অপারেটররা। তাঁদের বক্তব্য, সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শুধু বেতনই বকেয়া নয়, প্রভিডেন্ট ফান্ডের টাকাও জমা দেওয়া হয়নি। আশা করি, কর্তৃপক্ষ সমস্যার সমাধানে পদক্ষেপ করবেন।
|
দফতরের অনিয়মিত কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগের দাবি জানাল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (পশ্চিমবঙ্গ)। সেচ দফতর এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল সেচ দফতরের এসই (ওয়েস্টার্ন সার্কেল-২) সুবীরকুমার লাহাকে স্মারকলিপি দেয়। সংগঠনের জেলা সম্পাদক সুব্রত সরকার বলেন, “চুক্তির ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে দফতরে যাঁরা অনিয়মিত ভাবে (ক্যাসুয়াল) কাজ করছেন, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা সেই দাবিই জানিয়েছি।” দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসই।
|
কুয়োর মধ্যে এক ব্যক্তির দেহ পড়ে থাকায় চাঞ্চল্য ছড়াল। সোমবার ঘটনাটি ঘটেছে শালবনি থানার আমচূড়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় পঞ্চায়েতের একটি ফলের বাগান রয়েছে। ওই বাগানের মধ্যের একটি কুয়োতেই দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সোমবার সন্ধ্যা পর্যন্ত অবশ্য দেহটিকে তোলা যায়নি। মৃত ব্যক্তির নাম পরিচয়ও জানা যায়নি। |