|
|
|
|
জেলায় স্কুল নির্বাচন |
পাল্লা ভারী তৃণমূলেরই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। রাতে ফল বেরোয়। নির্বাচনে মোটের উপর মিশ্র ফলই হয়েছে। কোথাও তৃণমূল জয়ী হয়েছে। কোথাও কংগ্রেস। কোথাও বা সিপিএম। তবে সার্বিক ভাবে এগিয়ে তৃণমূলই।
সবংয়ের চাঁদকুড়ি হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। এখানে ৬টি আসনের সবক’টিতেই জয়ী হয়েছে কংগ্রেস সমর্থিতরা। ডেবরার মাড়তলা হাইস্কুলে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিতরা। এখানে তৃণমূলেরই দুই গোষ্ঠী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ব্রাহ্মণশাসন হাইস্কুলের ৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৩টি আসন। বাকি ৩টিতে জেতে সিপিএম। চকোদ্ধব হাইস্কুলের ৬টি আসনের সবক’টি সিপিএম পেয়েছে।
খড়্গপুর গ্রামীণ এলাকার পপরআড়া হাইস্কুলের ৬টি আসনের সবক’টিতে জেতেন তৃণমূল সমর্থিতরা। তেলিপুকুর হাইস্কুলেও একই ফল। ৬টি আসনের ৬টিতেই তৃণমূল সমর্থিতরা জয়ী হয়েছেন। বেনাপুর হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছে সিপিএম। এখানে ৬টি আসনেই দলের সমর্থিতরা জয়ী হয়েছেন। মেউদিপুর হাইস্কুলে তৃণমূল পেয়েছে ১টি আসন। বাকি ৫টি আসনে কংগ্রেস সমর্থিতরা জয়লাভ করেছেন। কনিখা হাইস্কুলের নির্বাচন ছিল রবিবার। তবে নির্বাচন হয়নি। কারন, এখানে তৃণমূলের বিপক্ষে কোনও প্রার্থী ছিল না। ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিতরা।
কেশিয়াড়ির জয়কৃষ্ণপুর হাইস্কুলের ৬টি আসনের সবক’টিতেই তৃণমূল সমর্থিতরা জয়লাভ করেছেন। অন্যদিকে, নারায়ণগড়ের বড়মোহন বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গত শুক্রবার। এখানে একমাত্র তৃণমূল সমর্থিত ৬ জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে, নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। |
|
|
|
|
|