নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা ডার্বি-বিতর্কের মধ্যে শহরের নব্য ডার্বিতে ওপারা-বেলো রক্তারক্তি নিয়ে নতুন করে জলঘোলা চাইছে না ফেডারেশন। বরং যুবভারতীতে রবিবার ইস্টবেঙ্গল-প্রয়াগ ইউনাইটেড ম্যাচের পরে দু’দলের দুই নাইজিরিয়ান স্টপারের ঝামেলা নিয়ে মহাশোরগোল হলেও খুব সম্ভবত তাঁদের বিরুদ্ধে শাস্তির পথে হাঁটবে না এআইএফএফ। বিশ্বস্ত সূত্রের খবর, ওপারা এবং বেলোকে স্রেফ সতর্ক করে ছেড়ে দেওয়া হতে পারে। যদিও রেফারি এবং ম্যাচ কমিশনারের রিপোর্টে পুরো ঘটনার বিস্তারিত উল্লেখ থাকছে। ওপারা-বেলোকে রেফারি কার্ড না দেখানোয় শাস্তির সম্ভাবনা বেশ কম। |
এ দিন, ওপারা-বেলো ঝামেলাকে ‘অতি সামান্য ঘটনা’ বলে উড়িয়ে দিলেন মেহতাব হোসেন। সোমবার অনুশীলনের পরে ইস্টবেঙ্গল মিডিও বললেন, “ফুটবলে এ সব হামেশাই হয়। ওরা দু’জন খুব ভাল বন্ধু। ম্যাচে উত্তেজনা এত বেশি ছিল যে, মেজাজ ধরে রাখতে পারেনি।” এমনকী এ দিন অনুশীলনে ওপারার সঙ্গে সারাক্ষণ ‘বেলো, বেলো’ বলে মজা করলেন তাঁর সতীর্থরা। নাইজিরিয়ানও রবিবারের তীক্ততা ভুলে মিশে গেলেন প্র্যাক্টিসে।
প্রয়াগ ইউনাইটেড আর টেকনো এরিয়ান মানেই এখন ইস্টবেঙ্গলের গাঁট। রহস্য কী? মেহতাবের যুক্তি, “গেটাফের কাছে বার্সেলোনা কতবারই না হেরেছে। তা বলে কী বার্সেলোনার থেকে গেটাফে বড় দল? এটা ঠিক, ইদানীং প্রয়াগ আর এরিয়ান আমাদের কাছে বড় বাধা হয়ে উঠেছে। তবে আমরা নিজেদের ভুলত্রুটি শুধরে নেব পরের ম্যাচের আগে।” |