সঙ্কটজনক ক্লডিয়াস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লিভারের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি কিংবদন্তি হকি অলিম্পিয়ান লেসলি ক্লডিয়াস। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা সঙ্কটজনক। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। শ্বাসকষ্টও হচ্ছে। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। শুক্রবার বাড়িতে অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হন ক্লডিয়াস। তাঁর অসুস্থতার খবর শুনে হাসপাতালে ভিড় জমান রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষ। অলিম্পিকে তিনটি সোনা ও একটি রুপোজয়ী, ৮৫ বছরের ক্লডিয়াসের দুই ছেলে বিদেশে। বাবার সঙ্গে শহরে থাকা একমাত্র ছেলে ব্রেন্ডন বলেন, “বাবার অবস্থা ক্রমে খারাপ হচ্ছে। মঙ্গলবার ডাক্তাররা কী বলেন দেখি।”
|
যোগাসনে চ্যাম্পিয়ন বর্ধমানের সঞ্জয়
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বাঁশবেড়িয়া পুরসভার বেলতলায় অনুষ্ঠিত ২৬তম রাজ্য যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন হলেন বর্ধমানের সঞ্জয় বাহাদুর। তিনি ১৩-১৯ বছরের ছেলেদের বিভাগে প্রথম হয়েছেন। পরে নির্বাচিতদের প্রতিযোগিতাতেও জেতেন তিনি। ১৪-১৭ ডিসেম্বরের ওই প্রতিযোগিতায় বর্ধমান পেয়েছে আটটি পদক। সঞ্জয় ছাড়াও সোনা জিতেছেন জয়িতা সেন। প্রতিযোগিতায় রুপো জিতেছেন উজ্জ্বল দাস ও আগমনি মণ্ডল।
|
লা লিগার আশা ছাড়লেন মোরিনহো |
আটলেটিকো গোলকিপারকে টপকে দ্বিতীয় গোল মেসির। রবিবার ন্যু কাম্পে। ছবি: রয়টার্স |
দুই মাদ্রিদেরই দিনটা খারাপ গেল লা লিগায়। আটলেটিকো মাদ্রিদকে ৪-১ হারাল বার্সেলোনা। মেসির ফের জোড়া গোল। অন্য দু’টো গোল আদ্রিয়ানো ও বুসকেতসের। যদিও আটলেটিকো মাদ্রিদকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন ফালকাও। অন্য দিকে মেসির এ বছর গোল সংখ্যা দাঁড়াল ৯০। লিগে শীর্ষে থাকা বার্সেলোনা আপাতত ১৩ পয়েন্টে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে। দু’নম্বর আটলেটিকো মাদ্রিদের চেয়েও রিয়াল পিছিয়ে ৯ পয়েন্টে। রিয়াল গত রাতে এস্প্যানিয়ল-এর সঙ্গে ২-২ ড্র করার পর হতাশ মোরিনহো বলেন, “আমাদের আর লিগ জেতা সম্ভব নয়। কোচ হিসেবে এই প্রথম এ রকম অনুভূতি হচ্ছে যে, লক্ষ্যের থেকে আমার দল পুরোপুরি ছিটকে গিয়েছে।” রিয়ালের দু’টো গোল করেন রোনাল্ডো ও কোয়েন্ত্রাও।
|
জীবকে অভিনন্দন জিমেনেজের। ছবি: এএফপি |
ব্রুনেইয়ে রয়্যাল ট্রফির যুদ্ধের শেষ দিনে জীব মিলখা সিংহের দুরন্ত জয় ইউরোপের বিরুদ্ধে জেতাল এশিয়াকে। এ দিন অভিজ্ঞ মিগুয়েল অ্যাঞ্জেল জিমেনেজের বিরুদ্ধে এক পয়েন্টে জয় পান জীব। ষোলো এবং সতেরো নম্বর হোলে তাঁর দু’টি পাট লক্ষ্যভেদে নিখুঁত থেকে পরপর বার্ডি এনে দেয় ভারতীয়কে। জীবের জয় ইউরোপের সঙ্গে এশিয়ার স্কোর ৮-৮ টাই-এ নিয়ে যায়। ফলে লড়াই গড়ায় সাডেন ডেথ-পর্যন্ত। সাডেন ডেথ প্লে অফে কে টি কিম-ওয়াই ই ইয়্যাং জুটি রাইডার কাপের নায়ক নিকোলাস কোলস্যায়র্তস ও ফ্রান্সেস্কো মোলিনারিকে হারিয়ে এশিয়ার জয় নিশ্চিত করে। রয়্যাল ট্রফির ছ’টি সংস্করণে এই নিয়ে দু’বার জিতল এশিয়া।
|
আট দেশ ঘোরা গাড়ি দৌড়ের শেষে ভারত ও আসিয়ান দেশগুলি একজোট হয়ে পারস্পরিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে অঙ্গীকারবদ্ধ হলেন। ইন্দোনেশিয়ায় পথ চলা শুরু করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, তাইল্যান্ড, মায়ানমার হয়ে ভারতে এসেছে ‘আসিয়ান কার র্যালি’। আজ গুয়াহাটিতে অংশগ্রহণকারীদের সম্বর্ধনা দেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী ডি পুরন্দেশ্বরী। হাজির ছিলেন আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রদূত এবং বাণিজ্য প্রতিনিধিরা।
|
ইংল্যান্ডের কাছে ১-২ সিরিজ হারলেও আইসিসি টেস্ট ক্রমপর্যায়ে ভারতের নতুন করে অবনমন ঘটেনি। ধোনিরা পাঁচেই। তবে এক রেটিং পয়েন্ট হারাতে হয়েছে ভারতকে। চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের চেয়ে ভারত (১০৫) চার পয়েন্ট পিছনে। শীর্ষে দক্ষিণ আফ্রিকা (১২৩)। দুইয়ে থাকা ইংল্যান্ড ২৮ বছর পরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতার সুবাদে এক রেটিং পয়েন্ট বেশি অর্জন করে আছে ১১৮ রেটিং পয়েন্টে। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।
|
বক্সিং ডে টেস্টে হয়তো ক্লার্ক নেই |
হোবার্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের থেকে আট উইকেট দূরে অস্ট্রেলিয়া। কিন্তু সঙ্গে খারাপ খবর, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া সম্ভবত অধিনায়ক মাইকেল ক্লার্ককে পাবে না। এ দিন ব্যাট করার সময় পা মচকে তিনি পরের টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন। ক্লার্ক খেলতে না পারলে এমসিজি-তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন শেন ওয়াটসন। এ দিকে, প্রথম টেস্ট জেতার জন্য ৩৯৩ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৬৫-২। ক্রিজে তাদের সেরা জুটি সঙ্গকারা-জয়বর্ধনে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ২৭৮-৯ স্কোরে ডিক্লেয়ার করে। ক্লার্ক চোট পেয়ে মাঠ ছাড়ার সময় ৫৭ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার স্পিনার হেরাথ পাঁচ উইকেট পেয়েছেন।
|
নিরাপত্তার অভাবে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার চার বছরের মাথায় সে দেশে প্রথম সফর করতে রাজি হল বাংলাদেশ। ২০০৯-এ লাহৌরে গদ্দাফি স্টেডিয়াম-মুখী শ্রীলঙ্কা টিম বাসের ওপর জঙ্গি আক্রমণের পর আর কোনও বিদেশি ক্রিকেট দল পাকিস্তান যায়নি। ২০১৩-র গোড়াতেই একটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি বাংলাদেশ খেলবে লাহৌরেই। সম্ভবত ১২ ও ১৩ জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, দু’দেশ থেকে নিরাপত্তাজনিত সবুজ সঙ্কেত পেলেই এই সফর হবে। |