নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি ও কলকাতা |
যুবভারতীতে ৯ ডিসেম্বর আই-লিগের ভেস্তে যাওয়া ডার্বি ম্যাচের ভবিষ্যৎ ঠিক করতে সোমবার এক সদস্যের কমিটি গড়ল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে জট ছাড়ানোর। ফেডারেশন সূত্রের খবর, ডিসেম্বরের শেষেই জানা যাবে সিদ্ধান্ত। আই লিগ সূচিতে মোহনবাগান-সিকিম ইউনাইটেডের ম্যাচ ২৩ ডিসেম্বর। সেই ম্যাচটি স্থগিত রাখা হবে কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত অবশ্য হয়নি। সচিব কুশল দাস বলেন, “আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।” তবে জানা গিয়েছে, ডার্বির ফয়সলা না হওয়া পর্যন্ত ওডাফা-টোলগেদের মাঠে নামতে দিতে চাইছে না ফেডারেশন।
বিরতিতে মোহনবাগান দল তুলে নেওয়ায় বন্ধ হয়ে যাওয়া ডার্বি ম্যাচ নিয়ে রায় দানের ভার যাঁর উপর বর্তেছে, তিনি নামী বিচারপতি হিসাবে পরিচিত। অবসর নেওয়ার আগে দেশ জুড়ে হইচই ফেলে দেওয়া টু জি স্পেকট্রাম কেলেঙ্কারির রায়-সহ অসংখ্য মামলায় চমকপ্রদ রায় দিয়েছেন অশোক গঙ্গোপাধ্যায়। |
ভেস্তে যাওয়া ডার্বি ম্যাচের বিতর্কিত মুহূর্ত। —ফাইল চিত্র |
এ দিন দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। সোমবার বিকেলেই চিঠি পাঠিয়ে দিয়েছেন মোহনবাগান এবং ফেডারেশনকে। চিঠিতে দু’পক্ষকেই জানিয়ে দিয়েছেন, ২১ ডিসেম্বরের মধ্যে নিজেদের স্বপক্ষে যা জানানোর তা লিখিত ভাবে জানাতে। ২৪ ডিসেম্বর দিল্লিতে শুনানি হবে এই বিতর্কিত বিষয়টির। কাজ শুরু করে দিলেও এই বিষয়-নিয়ে কোনও কথা বলতে চাননি অশোকবাবু। রাতে ফোনে যোগাযোগ করা হলে এক সময় নিয়মিত ময়দানে খেলা দেখতে যাওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি বললেন, “খুবই স্পর্শকাতর বিষয়। এসব নিয়ে কিছু বলতে চাই না।”
আপনি তো এখন কলকাতায়। সে দিনের খেলা টিভিতে দেখেছেন? “আলোচনার সময় পুরো খেলা তো আবার দেখব ভিডিও রেকর্ডিংয়ে। প্লিজ আর কিছু বলব না।” ফেডারেশন সচিব কুশলবাবু বললেন “শুনানির শেষে অশোকবাবু নিজের রায় জমা দেবেন ফেডারেশনকে। যত তাড়াতাড়ি সম্ভব তিনি কাজ শেষ করার চেষ্টা করবেন। এবং ফেডারেশনকে সিদ্ধান্ত জানাবেন।” জানা গিয়েছে, প্রাক্তন বিচারপতির কাছে ফেডারেশন মূলত জানতে চেয়েছে ঘটনার জন্য মোহনবাগান দোষী না নির্দোষ। সেটা জানার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন।
এ দিকে, যে দাবি ম্যাচের পর থেকে জানিয়ে আসছিল তা ফেডারেশন মেনে নেওয়ায় মোহনবাগান খুশি। সচিব অঞ্জন মিত্র বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়েছেন। অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, “আমরা প্রথম থেকে বলে আসছিলাম কোন পরিস্থিতিতে দল তুলে নিয়েছিলাম তা আমাদের কাছ থেকে শোনা হোক। সেটা হচ্ছে। আমরা ফেডারেশনকে কয়েকদিন আগে কিছু কাগজপত্র চেয়ে চিঠি দিয়েছি। সেটা হাতে পেলেই কমিশনকে নিজেদের বক্তব্য লিখিত ভাবে জানাব।” |